বীরভূম: ভোটের (West Bengal Assembly Election 2021) সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত বীরভূম (Birbhum)। লাভপুরের হাতিয়া গ্রামের ৮১ নম্বর বুথের কাছ থেকে বোমা উদ্ধার হয়।
গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ হাতিয়া গ্রামের ওই বুথের কাছে তল্লাশি চালায়। সেখান থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। বোমা মজুত রাখার সন্দেহে পিন্টু হাজরা বলে একজনকে আটক করেছে লাভপুর থানার পুলিশ।
ভোট গ্রহণের শুরুতেই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। অন্যদিকে, বিজেপি-তৃণমূল সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের লাভপুর। লাভপুরের ১৩২ নম্বর বুথে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কর্মীরা। লাঠি নিয়ে চলে হামলা। বুথের সামনেই এই ধরনের ঘটনায় উত্তেজনা ছড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বুথের সামনে থেকে জমায়েত সরিয়ে দেওয়া হয়। ভোটারদের আশ্বস্ত করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।