West Bengal Assembly Election 2021 Phase 8: বুথের বাইরে মুড়ি খেল ভোটাররা, সঙ্গে ফুলুরি-ঘুগনি, পড়ল ‘তৃপ্তির’ ভোট!

Apr 29, 2021 | 12:32 PM

বুথের (West Bengal Assembly Election 2021 Phase 8) সামনেই খাটিয়া পেতে ভোটারদের আপ্যায়ণে ব্যস্ত ছিলেন কয়েকজন।

West Bengal Assembly Election 2021 Phase 8: বুথের বাইরে মুড়ি খেল ভোটাররা, সঙ্গে ফুলুরি-ঘুগনি, পড়ল তৃপ্তির ভোট!
নিজস্ব চিত্র

Follow Us

বীরভূম: পলিব্যাগের ভিতর ঠাসা রয়েছে সাদা মুড়ি। ওপর দিয়ে ছড়ানো ঘুগনি। কোথাও আবার উপরি পাওনা চপ। গোটা কয়েক ফুলুরি। সঙ্গে শিশু থাকলে তার জন্যও বরাদ্দ থাকছে এসব। বুথের (West Bengal Assembly Election 2021 Phase 8) সামনেই খাটিয়া-বেঞ্চ টেবিল পেতে ভোটারদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন কয়েকজন। তাজ্জব ব্যাপার অনুব্রতর গড়ে!

বোলপুরের টিকর বেথা প্রাথমিক বিদ্যালয়ের ৫৪ ও ৫৫ নম্বর বুথের সামনে পুলিশের সামনেই দেদার মুড়ি, ঘুগনি-চপ দেওয়া হচ্ছে ভোটারদের। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসব বিলি করা হচ্ছে বলে অভিযোগ। কেউ ভোটার দেওয়ার আগে, আবার কেউ ভোট দেবার পরে টিফিন নিচ্ছেন। কোন পয়সা লাগছে না।

মুড়ি খেয়ে আঁচিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছেন অনেকে। অনেকে আবার প্যাকেট হাতেই হন হন করে হাঁটা লাগাচ্ছেন বাড়ির উদ্দেশে। বুথের সামনে কয়েকজন ভোটারদের হাতে সাদা কাগজের কুপন দিচ্ছেন। প্রশ্ন করা হলে তাঁরা জানান, তাঁরা প্রত্যেকেই তৃণমূল করেন। তাঁদের দেওয়া সেই কুপন দিয়ে ভোটাররা টিফিন নিচ্ছেন।

নিজস্ব চিত্র

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 8: ভোট দিতে গিয়ে জানতে পারলেন ওঁরা নাকি প্রত্যেকেই মৃত!

এই মুড়ি দিয়েই কি ভোট-চুপির চোরা স্রোত লুকিয়ে? বিরোধীরা কিন্তু তেমনই অভিযোগ তুলছেন।

Next Article