Bagtui Massacre: ধন্দ বাড়াচ্ছেন মিহিলাল! বহু টালবাহানার পর সিবিআই ক্যাম্পে, বসানো হল আনারুলের মুখোমুখি
Bagtui Massacre: মিহিলালের সিবিআইয়ের মুখোমুখি হওয়া নিয়ে প্রথম থেকেই একটা ধোঁয়াশা তৈরি হয়।
বীরভূম: বগটুইয়ে কী ঘটেছিল, তার একটা ছবি পেতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। ‘হত্যাকাণ্ডে’র মূল প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করতে হাসপাতালেও গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় মিহিলালকে। প্রথমে সেখানে যেতে অস্বীকার করেছিলেন তিনি। এরপরই সিবিআইয়ের দল পৌঁছয় বাতাসপুরে। অর্থাৎ যেখানে মিহিলাল এবং তাঁর পরিবার রয়েছে। এরপর সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে যান তিনি। সেখানে আনারুল ও মিহিলালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।
বগটুইকাণ্ডের পর প্রত্যক্ষদর্শী হিসাবে এই মিহিলালের নাম বারবারই উঠে এসেছে। রবিবারই তাঁকে ডেকে পাঠায় সিবিআই। কিন্তু সেসময় মিহিলাল বলেছিলেন, গ্রামে গেলে তবেই তিনি তদন্তকারীদের সঙ্গে কথা বলবেন। যেভাবে সাহায্য করতে বলা হবে তিনি করবেন। কিন্তু গ্রামে যেতে হবে সিবিআইকে।
এরপরই সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সিবিআইয়ের একটি দল বাতাসপুর গ্রামে যায়। সেখানে বেশ কিছুক্ষণ মিহিলালের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। এরপরই সিবিআইয়ের গাড়িতে উঠতে দেখা যায় মিহিলালকে। তাঁর সঙ্গে গ্রামের আরও একজন ছিলেন। এই গাড়ি পৌঁছয় সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে। সেখানে তাঁর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।
সূত্রের খবর, আনারুল হোসেন-সহ যে সাতজনকে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, এই জিজ্ঞাসাবাদের পর একাধিক তথ্য হাতে উঠে এসেছে তদন্তকারীদের। তদন্তে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেই বলে দাবি সূত্রের।
মিহিলালের সিবিআইয়ের মুখোমুখি হওয়া নিয়ে প্রথম থেকেই একটা ধোঁয়াশা তৈরি হয়। মিহিলালের পরিবার সূত্রে খবর, তিনি চাননি সিবিআই ক্যাম্পে যেতে। ওয়াকিবহাল মহল বলছে, দু’টো কারণ উঠে এসেছে এর নেপথ্যে। এক, মিহিলাল ভয় পাচ্ছিলেন। সিবিআইয়ের ক্যাম্পে গিয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁকে যদি আটক করা হয়। কারণ, বগটুই গ্রামে ঘটনার সময় মিহিলাল গ্রামেই ছিলেন বলে পুলিশের কাছে খবর ছিল। সিবিআইও সেই তথ্যই পেয়েছে বলে খবর। ফলে তাঁর বক্তব্য নিঃসন্দেহে এই তদন্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কেন মিহিলাল এই তদন্তে এতটা গুরুত্বপূর্ণ-
* বগটুইকাণ্ডে নিহদের আত্মীয় মিহিলাল।
* ঘটনার দিন রাতে বাড়িতে ছিলেন তিনি। আগুন লাগার পর সেখান থেকে পালিয়ে যান।
* অর্থাৎ হিসাবমত সেদিনের ঘটনার কিছুটা অংশের প্রত্যক্ষদর্শী এই মিহিলাল।
* সেদিন সন্ধ্যা থেকে কী কী ঘটেছিল, তা জানার কথা মিহিলালের।
আরও পড়ুন: West Bengal Assembly: বিধায়কদের তুমুল হাতাহাতি, পাহাড় থেকেই ফিরহাদকে ফোন মমতার
আরও পড়ুন: CM Mamata Banerjee: আজ পাহাড়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা, জোর চর্চা জিটিএ-কালিম্পং নিয়ে