Women Physically Harassed: ‘বাবা আর ৩ জন মিলে…’, হাঁসখালি, রায়গঞ্জের পর এবার বোলপুরে ‘ধর্ষিতা’ যুবতী

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 11, 2022 | 5:28 PM

Bolpur: বীরভূমের বোলপুরের ঘটনা। সেখানেই আদিবাসী পাড়ার এক যুবতিকে শ্লীলতাহানি ও শারীরিক অত্যাচার করার অভিযোগ উঠল নিজেরই বাবা সহ চারজনের বিরুদ্ধে।

Women Physically Harassed: বাবা আর ৩ জন মিলে..., হাঁসখালি, রায়গঞ্জের পর এবার বোলপুরে ধর্ষিতা যুবতী
বাবা সহ চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল

Follow Us

বীরভূম: রাজ্যে প্রতিদিন একের পর এক নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে। রেশ কাটেনি হাঁসখালি কাণ্ডের। এর মধ্যে এবার বোলপুর। খোদ বাবা সহ চারজনের বিরুদ্ধে শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ তুললেন যুবতী। বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

বীরভূমের বোলপুরের ঘটনা। সেখানেই আদিবাসী পাড়ার এক যুবতীকে শ্লীলতাহানি ও শারীরিক অত্যাচার করার অভিযোগ উঠল নিজেরই বাবা সহ চারজনের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই যুবতী পুলিশের কাছে অভিযোগ করেছেন, তাঁর বাবা সহ চারজন মিলে তাঁর উপর শারীরিক অত্যাচার চালিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায়, একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক ( SDPO) অভিষেক রায়। তিনি এদিন সংবাদ মাধ্যমকে জানান, মেয়েটির সঙ্গে দু’বার এই ঘটনা ঘটেছে। প্রথমবার মেয়েটির নিজের বাবা এই রকম শারীরিক অত্যাচার চালায় পরে আবার ফের একই কাজ করে। তখন মেয়েটি তাঁর মাসস্তুতো দিদির বাড়ি চলে যায়। সেখানেই একাধিক বার অজ্ঞান হয়ে পড়ে সে। দিদি জিজ্ঞাসা করা আসল সত্যি সামনে আসে। ঘটনার খবর পাওয়ার পর থেকে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে পলাতক ওই যুবতীর বাবা ও মা।

বস্তুত, হাঁসখালির ‘গণধর্ষণে’র রেশ এখন টাটকা। এক নাবালিকাকে গণধর্ষণ অতঃপর তার মৃত্যু ঘটনায় ফুঁটছে বাংলা। নাম জড়িয়েছে প্রভাবশালী তৃণমূল নেতার ছেলের। এবার তারই মাঝে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, রবিবার বিকেলে ওই যুবক ৮ বছরের বাচ্চা মেয়েটাকে দোকান থেকে বিস্কুট আনতে বলেছিল। নাবালিকা বিস্কুট নিয়ে ওই যুবকের বাড়ির সামনে গেলে তাকে কোলে তুলে ঘরে নিয়ে যায় ওই যুবক। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

আরও পড়ুন: TMC Leader Bombing: দেওয়াল তুলতে ৫০ হাজার, দিতে না পারায় লাগাতার বোমাবাজি, কাঠগড়ায় তৃণমূল নেতা

Next Article