TMC Leader Bombing: দেওয়াল তুলতে ৫০ হাজার, দিতে না পারায় লাগাতার বোমাবাজি, কাঠগড়ায় তৃণমূল নেতা
Purba Bardhaman: রবিবার গভীররাতের ঘটনা। পূর্ব বর্ধমানের রায়ান গ্রামের পূর্ব পাড়ায় বসবাস করেন মাজিলা পরিবার।
পূর্ব বর্ধমান: রাত্রিবেলা লাগাতার বোমাবাজির অভিযোগ তৃণমূল নেতা ও তার দলবলের বিরুদ্ধে। ভয়ে তটস্থ পরিবারের সদস্যরা। পরে বর্ধমান থানায় স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। কিন্তু কেন বোমাবাজি করা হল? রবিবার গভীর রাতের ঘটনা। পূর্ব বর্ধমানের রায়ান গ্রামের পূর্ব পাড়ায় বসবাস করেন মাজিলা পরিবার। তাঁদের অভিযোগ, বাড়িতে পাঁচিল দেওয়া নিয়ে পঞ্চাশ হাজার টাকা চান স্থানীয় তৃণমূল নেতা মানস ভট্টাচার্য। এই টাকা দিতে না পারার জন্য ‘মানসবাবু’ নাকি তাঁদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছিলেন। এরপর ওই দিন রাত্রিবেলাই বোমাবাজি করা হয়। পাশাপাশি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করে মাঝিলা পরিবার।
এই বিষয়ে মাঝিলা পরিবারের পক্ষ থেকে টুটুল মাঝি বর্ধমান থানায় তৃণমূল নেতা মানস ভট্টাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এমনকী মাঝিলা পরিবারকে গ্রামে একঘরে করে রাখারও প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ। যে কোনও মূহুর্তে খুন হয়ে যেতে পারেন বলেও আশঙ্কা করেছেন টুটুল মাঝিলা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ।
জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, ঘটনার বিষয়ে তাঁর জানা নেই। তবে কেউ অন্যায় করলে বা টাকা দাবি করলে থানায় অভিযোগ জানান। দল কখনো এই সব বরদাস্ত করে না। অন্যদিকে, যার বিরুদ্ধে অভিযোগ সেই মানস ভট্টাচার্য বলেন, ইচ্ছা করেই তাঁকে ফাঁসান হচ্ছে। আসলে টুটুল মাঝিলাদের পারিবারিক সম্পত্তিগত বিবাদ রয়েছে। তাদের আবেদনের ভিত্তিতে প্রথমে ক্লাব ও পরে পঞ্চায়েত থেকে বিষয়টি মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আগামী ২৪ তারিখে পঞ্চায়েত থেকে জমি মাপার দিন ঠিক করে দেওয়া হয়েছে। সেটা বানচাল করতেই টুটুল মাঝিলা নিজে এই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি।
বস্তুত, গত বছরের নভেম্বর মাসে টুটুল মাঝিলাকে ফোনে রীতিমত হুমকি দেয় মানস ভট্টাচার্য। সেই মোবাইলের অডিও ভাইরাল হয়। তখনো পুলিশে অভিযোগ দায়ের হয়। কিন্তু অভিযুক্ত তৃণমূল নেতা মানস ভট্টাচার্যের কিছুই হয়নি বলেই খবর। টুটুল মাঝিলা জঙ্গিপুর গর্ভমেন্ট পলিটেকনিক কলেজের শিক্ষক। তিনি বলেন, আমরা গোটা পরিবার আতঙ্কিত।
আরও পড়ুন: Hamro Party: ‘আলদা রাজ্যই স্থায়ী সমাধান’, জিটিএ নিয়ে পাহাড়ে এবার সরব হামরো