হুগলি: রাজ্যে তৃতীয় দফার বিধানসভা ভোটকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত রইল ৩১ আসনের রাজনৈতিক আবহাওয়া। দুপুর গড়িয়ে বিকেল হতেই তারকেশ্বরের প্রার্থী স্বপন দাশগুপ্তর নির্বাচনী এজেন্ট অরিন্দম চক্রবর্তীর গাড়ি ভাঙচুর করে তাঁকে মারধরের অভিযোগ ওঠে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে হুগলির ভান্ডারহাটি এলাকার ২ নম্বর পঞ্চায়েতের ৫৩ নম্বর বুথে। ঘটনার জেরে ব্যাপক অশান্তি ছড়ায় গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে প্রথমে ওই পরিদর্শনে গিয়েছিলেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। তিনি বেরিয়ে আসার কিছুক্ষণ পরই ওই বুথে উপস্থিত হন স্বপনবাবুর নির্বাচনী এজেন্ট অরিন্দম চক্রবর্তী। কিন্তু, সেখানে পৌঁছনর পরই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি বিজেপির। ঘটনার নেপথ্যে তৃণমূলের দিকেই অভিযোগে আঙুল তোলা হয়েছে গেরুয়া শিবিরের তরফে।
আরও পড়ুন: সে দিন ‘দিদির’ চিঠি পেয়ে মোদীর মন খুশিতে ভরে গিয়েছিল
বিজেপির দাবি, অরিন্দম চক্রবর্তী ওই বুথে পৌঁছনর পরই তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ধরে কটূক্তি শুরু করে। ক্রমশই বাদানুবাদ উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত অরিন্দমকে মারধরও করা হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে যদিও পালটা দাবি করা হয়, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। মারধরের ঘটনায় শাসকদলের কোনও ভূমিকা নেই।
আরও পড়ুন: ‘তৃণমূল একটা পাপ, হুমকি দেওয়ার ক্ষমতা কে দিয়েছে সুজাতাকে?’ পালটা তোপ সৌমিত্রর