পাখির চোখ মালদা, ম্যারাথন সভা করবেন মোদী-শাহ-নাড্ডা-যোগী

সুমন মহাপাত্র |

Feb 04, 2021 | 11:17 PM

ব্লকে ব্লকেও তাঁদের মধ্যে সংগঠন মজবুত করা বেশ কিছু দিন আগে থেকেই শুরু করে দিয়েছে বিজেপি।

পাখির চোখ মালদা, ম্যারাথন সভা করবেন মোদী-শাহ-নাড্ডা-যোগী
ফাইল চিত্র

Follow Us

মালদা:  বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাখির চোখ মালদা (Malda)। তাই বিধানসভা ভোটের আগে মালদায় আসছেন  প্রথম সারির এক ঝাঁক নেতৃত্ব। আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। বিধানসভায়  মালদায় ছ’টি আসন পাবে বিজেপি, জেলা নেতৃত্ব এই দাবি করার পরেই মালদা দখল করতে পুরোদমে ঝাপাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

ইতিমধ্যেই সফরসূচি এসে গিয়েছে জেপি নাড্ডা ও অমিত শাহের। মালদার আমে খাদ্য প্রক্রিয়াকরণে নতুন উদ্যোগ আসবে, তাই, ৬ ফেব্রুয়ারি এসে ম্যাঙ্গো ভ্যালি দেখতে যাবেন জেপি নাড্ডা। ঘুরে দেখবেন আম বাগান। সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, থাকবেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ম্যাঙ্গো ভ্যালি থেকে বেরিয়ে নাড্ডা যাবেন পুরাতন মালদার সাহাপুর। সেখানে ডিসকো মোড়ের কাছে আমবাগানের পাশের মাঠে জন সভার পাশাপাশি আমচাষিদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। ব্যাখ্যা দেবেন আত্মনির্ভর ভারতের। সেখানেই চাষিদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করবেন নাড্ডা। এরপর মালদা শহরে ফোয়ারা মোড় থেকে র‍্যালি করা হবে শহরে। র‍্যালি শেষে আবার হেলিকপ্টারেই নবদ্বীপ রওনা হবেন নাড্ডা।

আরও পড়ুন: ‘ফুলকো লুচি’, ‘৬০ বছর বয়সে ভীমরতি’, ‘অন্যের বউকে হরপ’-অশোভন কথা সুজাতার

মার্চেই আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথ। মার্চের একেবারে শুরুতে আসছেন অমিত শাহ। এরপরেই আসছেন নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই জেলা বিজেপি নেতৃত্বের কাছে পৌঁছেছে মোদী সফরের সবুজ সঙ্কেত। জেলা বিজেপি একটি রিপোর্ট পাঠিয়ে কেন্দ্রকে জানিয়েছে, এই জেলায় আটটি আসন জেতার সম্ভাবনা আছে। এরমধ্যে অন্তত ৫ টি নিশ্চিত। তাই ব্লকে ব্লকেও তাঁদের মধ্যে সংগঠন মজবুত করা বেশ কিছু দিন আগে থেকেই শুরু করে দিয়েছে বিজেপি।

Next Article