AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ফুলকো লুচি’, ‘৬০ বছর বয়সে ভীমরতি’, ‘অন্যের বউকে হরপ’-অশোভন কথা সুজাতার

তাঁর ৬০ বছর বয়সে ভীমরতি হয়েছে বউ, বাচ্চা, সংসার, মন্ত্রিত্ব সব ফেলে অন্যের বউ কে হরপ করে আনল।"

'ফুলকো লুচি', '৬০ বছর বয়সে ভীমরতি', 'অন্যের বউকে হরপ'-অশোভন কথা সুজাতার
ফাইল চিত্র
| Updated on: Feb 04, 2021 | 9:46 PM
Share

গুড়াপ: সভাস্থল একই, বক্তা আলাদা। বুধবার বিজেপি হুগলি জেলার গুড়াপের যে মাঠে সভা করেছিল, বৃহস্পতিবার সেই মাঠই ভরে গেল তৃণমূলের পতাকায়। একই সভাস্থল থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল। আর সেখানে নাম না করেই কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ‘ফুলকো লুচি’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁর স্ত্রী তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল খাঁ (Sujata M0ndal Khan)।

হুগলির গুড়াপে তৃণমূলের পাল্টা সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী অসীমা পাত্র, জেলা সভাপতি দিলীপ যাদব, তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য-সহ একাধিক নেতা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে সুজাতা বলেন, “একজন ফুলকো লুচি আছে জানেন, কলকাতার প্রাক্তন মেয়র মিস্টার চট্টোপাধ্যায়। গাল গুলো ফুলকো লুচির মতো। আর তাঁর ৬০ বছর বয়সে ভীমরতি হয়েছে বউ, বাচ্চা, সংসার, মন্ত্রিত্ব সব ফেলে অন্যের বউ কে হরপ করে আনল।”

বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন সুজাতা মণ্ডল খাঁ। তিনি বলেন, “মিসেস ব্যানার্জি নারদার ঘুষের টাকায় কেনা ভরি ভরি গয়না, দামি দামি শাড়ি পরে নির্লজ্জের মত ঘুরে বেড়ায়। যদি নিজেদের সংসার বাঁচাতে চান ঘর ভাঙানি জালি পার্টিকে ভোট দেবেন না।” সুজাতার নিশানা থেকে বাদ পড়েননি শুভেন্দু অধিকারীও। তাঁকে ‘গদ্দার’ সম্বোধন করে সুজাতা বলেন, “কাঁথির একটা গদ্দার, বেইমান আছে। মুর্শিদাবাদে মীরজাফরের সমাধিতে যে ভাবে মানুষ জুতো পরে থুতু ফেলে ঢোকে, সে রকমই চার মাস পরে কাঁথির গদ্দারটার সঙ্গে তাই না হয়।”

আরও পড়ুন: করোনা আবহে স্কুলে হবে না প্রার্থনা, পড়ুয়াদের মানতে হবে একাধিক নিয়ম

রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়াকেও আক্রমণ করেন সুজাতা মণ্ডল খাঁ। তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যাওয়া নেতাদের উদ্দেশে তৃণমূল নেত্রী বলেন, “যাঁরা বুঝে গিয়েছিল আর জিততে পারবে না, আর মমতা বন্দ্যোপাধ্যায় চোরদের টিকিট দিত না, তাই তাঁরা বিজেপিতে গিয়েছে। তৃণমূলে থাকাকালীন এই চোরগুলো ছিল চোর, আর রাতারাতি বিজেপিতে হয়ে গেল সাধু! “চার মাস পর এদের রাজনীতির ময়দানে আর দেখা যাবে না”, এই ভবিষ্যদ্বাণীও শোনা যায় সুজাতার মুখে।