টোটো চালকদের কাটমানিও যাচ্ছে অভিষেকের কাছে, বিস্ফোরক অভিযোগ অর্জুনের

ব্যারাকপুরের সাংসদের বিস্ফোরক দাবি, ‘মুখ্যমন্ত্রীর বর্তমান রাজনীতির সারথি অভিষেক বন্দ্যোপাধ্যায় রেজিস্টার্ড তোলাবাজদের সঙ্গে যুক্ত। কয়লা পাচার, গরু পাচার-সহ সব ধরনের পাচারের টাকা পৌঁছে যাচ্ছে অভিষেকের কাছে।‘

টোটো চালকদের কাটমানিও যাচ্ছে অভিষেকের কাছে, বিস্ফোরক অভিযোগ অর্জুনের
Follow Us:
| Updated on: Dec 05, 2020 | 8:25 PM

উত্তর ২৪ পরগনা: বিভিন্ন সরকারি প্রকল্পে এতদিন কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে তুলে এসেছে বিজেপি (BJP)। তবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম করে সরাসরি কাটমানি নেওয়ার অভিযোগ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Sing)।

ব্যারাকপুরের সাংসদের বিস্ফোরক দাবি, ‘মুখ্যমন্ত্রীর বর্তমান রাজনীতির সারথি অভিষেক বন্দ্যোপাধ্যায় রেজিস্টার্ড তোলাবাজদের সঙ্গে যুক্ত। কয়লা পাচার, গরু পাচার-সহ সব ধরনের পাচারের টাকা পৌঁছে যাচ্ছে অভিষেকের কাছে।‘ এমনকী টোটোচালকদের থেকে নেওয়া কাটমানিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যাচ্ছে বলে দাবি করেন অর্জুন। শনিবার পানিহাটি পৌরসভার সামনে বিজেপি যুব মোর্চার ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি ছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অর্জুন সিং দাবি করেন, তৃণমূলের যাবতীয় পাচারের কাটমানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যায়।

আরও পড়ুন: মোদী-মমতাকে বিস্ফোরক চিঠিতে অভিযোগ সুদীপ্ত সেনের, কোটি কোটি টাকা নিয়েছেন শুভেন্দু-সুজন-অধীর-বিমানরা

পাশাপাশি, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকেও একহাত নেন তৃণমূল ত্যাগী এই নেতা। নির্মলের বিরুদ্ধে তাঁর অভিযোগ, পরিবারতন্ত্র কায়েম করে পুরসভা চালানোর নামে তোলাবাজি চালাচ্ছেন। শাসকদলের বিরুদ্ধে অর্জুন সিংয়ের হুঁশিয়ারি, ‘তৃণমূল সরকারের পতনের দিন গোনা শুরু হয়ে গিয়েছে, কাউন্টডাউন শুরু।‘ ব্যারাকপুরের সাংসদকে পাল্টা দিতে ছাড়েননি নির্মল ঘোষও। তিনি বলেন, ‘অর্জুন সিংহ এবং বিজেপি নোংরা রাজনীতি করছে। অসভ্যতা করছে। অর্জুন সিংহ তো ভাটপাড়া পুরসভা, সমবায় ব্যাঙ্কের কোটি কোটি টাকা তছরুপ করেছে। গোটা ব্যারাকপুর জুড়ে বাহুবলী রাজনীতি করছে।‘ কাটমানি পৌঁছে যাওয়ার অভিযোগ উড়িয়ে তাঁর পাল্টা বক্তব্য, ‘পাগলে কী না বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের যুব নেতা। তিনি পশ্চিমবঙ্গের গর্ব।‘

এদিনই আবার পানিহাটি পুরসভা গেটে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। পুরসভার সামনে গেটে থাকা বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুন: ‘যোগ্যতার সঙ্গে কাজ করে প্রাধান্য নেই, ঠান্ডা ঘরে বসারাই সামনের সারিতে’, বিস্ফোরক রাজীব