SIR-BLO: ক্লান্ত হয়ে বাস স্ট্যান্ডেই বসে পড়লেন BLO, কেউ ফর্ম বিলোচ্ছেন চায়ের দোকানে
SIR in Bengal: এক মহিলা বিএলও-কে দেখা গেল বাস স্ট্যান্ডে বসে থাকতে। সেখানেই বসেই লোকজনকে ফর্ম দিচ্ছেন তিনি। প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ক্লান্ত হলে তো বসতে হবে মানুষকে। আর এখানে সবাইকে দেখতে পাচ্ছি। বাড়ি গেলে সবার সঙ্গে দেখা হচ্ছে না।'

কলকাতা: মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে। এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবে ফর্ম বিলির দায়িত্ব দেওয়া হয়েছে বিএলও-দের। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম বিলি করছেন দায়িত্বপ্রাপ্ত বিএলও-রা। কিন্তু সেই ফর্ম বিলি শুরু হওয়ার একদিন পরই দেখা গেল অন্য ছবি। বাড়িতে নয়, রাস্তায় ফর্ম বিলি করছেন বিএলও-রা।
যোধপুর পার্কে আকাশ দাস নামে এক বিএলও-কে দেখা গেল রাস্তায় চায়ের দোকানে বসে ফর্ম বিলি করছেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে কেন ফর্ম দিচ্ছেন না তিনি। এই প্রসঙ্গে বিএলও-র সাফাই, সব বাড়িতে নেটওয়ার্ক মিলছে না। স্ক্যান করতে অসুবিধা হচ্ছে, তাই এই ভাবে রাস্তায় ফর্ম দেওয়া হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানান, একটি বহুতলে গিয়ে নেটওয়ার্ক পেতে অসুবিধা হওয়ায় নেমে আসতে হয় বিএলও-কে। বাসিন্দারাও নীচে নেমে ফর্ম গ্রহণ করেন। তারপর আর বাড়ি বাড়ি না গিয়ে চায়ের দোকানে বসে যান ওই বিএলও।
এদিকে, দুর্গাপুরে দেখা গেল একই রকম ছবি। সেখানেও এক মহিলা বিএলও-কে দেখা গেল বাস স্ট্যান্ডে বসে থাকতে। সেখানেই বসেই লোকজনকে ফর্ম দিচ্ছেন তিনি। প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ক্লান্ত হলে তো বসতে হবে মানুষকে। আর এখানে সবাইকে দেখতে পাচ্ছি। বাড়ি গেলে সবার সঙ্গে দেখা হচ্ছে না।’ তবে একজন বিএলও এভাবে রাস্তায় বসে ফর্ম বিলি করতে পারেন? প্রশ্ন উঠেছে।
তৃণমূলের এক বিএলএ-ও জানান, তাঁরা ক্লান্ত হয়ে যাওয়ায় এভাবে বসে পড়েছেন। পরে আবার বাড়ি বাড়ি যাবেন।
