AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendrapur: ৫ দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের খাল থেকে উদ্ধার যুবকের দেহ, খুনের অভিযোগ পরিবারের

Narendrapur Murder Case: যুবকের দেহে একাধিক জায়গায় চিহ্নিত রয়েছে বলে জানা যাচ্ছে। তা দেখেই পরিবারের লোকেদের সন্দেহ পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে ওই যুবককে। কিন্তু কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুরোদমে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Narendrapur: ৫ দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের খাল থেকে উদ্ধার যুবকের দেহ, খুনের অভিযোগ পরিবারের
চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 05, 2025 | 8:48 PM
Share

নরেন্দ্রপুর: ৫ দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে খাল থেকে উদ্ধার যুবকের দেহ। খুনের অভিযোগ পরিবারের সদস্যদের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য নরেন্দ্রপুর থানার দাসপাড়া এলাকায়। মৃতের নাম সঞ্জিত পোড়েল (৩০)। পরিবার সূত্রে খবর, গত সোমবার একটি ফোন আসে সঞ্জিতের কাছে। তারপরই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। আর বাড়ি ফেরেননি। বারবার যোগাযোগ করার চেষ্টা করেন পরিবারের লোকজন। কিন্তু যতবার ফোন করা হয় ততবারই শোনা যায় সেটা সুইচড অফ। বাড়তে থাকে উদ্বেগ। শেষ পর্যন্ত নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবারের সদস্যরা। 

ডায়েরি হতেই খোঁজ-খবর শুরু করে পুলিশ। যদিও তারপর কেটে যায় বেশ কয়েকদিন। এরইমধ্যে এদিন সকালে ওই যুবকের বাড়ির কাছেই একটি খালে দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পরিবারে খবর দেন। পরিবারের লোকেরা এসে দেহ চিহ্নিত করেন। খবর যায় পুলিশের কাছেও। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

যুবকের দেহে একাধিক জায়গায় চিহ্নিত রয়েছে বলে জানা যাচ্ছে। তা দেখেই পরিবারের লোকেদের সন্দেহ পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে ওই যুবককে। কিন্তু কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুরোদমে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের, কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বন্ধুদের সঙ্গে কোনও শত্রুতা নাকি স্থানীয় স্তরেই কোনও ঝামেলার জেরে এ ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর বিষয়ে ধোঁয়াশা বেশ কিছুটা কমবে বলে মনে করছেন তদন্তকারীরা।