Bomb Blast: বোমা ছিল বুঝতে পারেনি ছোট্ট মেয়েটি! পা দিতেই ছিটকে পড়ল রাস্তায়

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 11, 2021 | 6:41 PM

Malda: মেয়েটির সারা শরীর ক্ষত-বিক্ষত হয়ে গিয়েছে।

Bomb Blast: বোমা ছিল বুঝতে পারেনি ছোট্ট মেয়েটি! পা দিতেই ছিটকে পড়ল রাস্তায়
বোমা ফেটে জখম নাবালিকা (নিজস্ব ছবি)

Follow Us

মালদা: বল ভেবে খেলতে গিয়ে হল বিপত্তি। বোমা ফেটে গুরুতর জখম এক কিশোরী। শনিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার বড় বাগান নাকিরটোলা এলাকায়।

বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন আহত অবস্থায় পড়ে রয়েছে মেয়েটি। তড়িঘড়ি ওই কিশোরীকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা।

জানা গিয়েছে, আহত ওই কিশোরীর নাম হাসিফা খাতুন(৭)। নক্রেক কোন এলাকায় বাড়ি তার। বাবা সাদ্দাম শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ির কিছুটা দূরে খেলছিল এই কিশোরী। তখন একটি বলের পড়ে থাকতে দেখে সে। বল ভেবে খেলতে গিয়ে পা দিয়ে নাড়াতেই বিস্ফোরণ হয়। বিকট শব্দ উঠতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে যায়।

তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতাল ওই কিশোরীকে ভর্তি করে। এদিকে ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে শুরু করেছে তদন্ত। কোথা থেকে এলাকায় বোমা আসলো কারাই বা এই কাণ্ডে জড়িত। গোটা বিষয় নিয়ে শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া পুলিশের। এদিকে, ওই কিশোরীর শরীরের সারা জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, জেলায় কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। শাসকদলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ আজকের নয়। একাধিকবার, একাদিক বিষয়ে তাদের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ উঠিয়েছে সমস্ত বিরোধীদল। তবুও যেন টনক নড়ছে না কিছু নেতা-কর্মীদের। আবাস যোজনায় আবারও কাটমানির অভিযোগ। অভিযোগ মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মনিরা খাতুনের স্বামী- শেখ সুলতান এর বিরুদ্ধে।

অভিযোগ, বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কুড়ি হাজার টাকা দাবি করেন প্রধানের স্বামী ও পঞ্চায়েত সদস্য মীর হামিদুল। টাকা না দিলে ঘর মিলবে না বলেও হুমকি দেন প্রধানের স্বামী শেখ সুলতান ও আরেক সদস্য মীর হামিদুল । এই মর্মে লিখিত অভিযোগ দায়ের হয়েছে মানিকচক বিডিওর কাছে।

উল্লেখ্য গত দুদিন আগে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী সাবির আলীর বিরুদ্ধে বাংলা আবাস যোজনায় কাটমানির অভিযোগ ওঠে। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বাঙালগ্রামের 8 জন উপভোক্তা মানিকচকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ।

আরও পড়ুন: Swasthya Sathi: কোটি কোটি টাকা বাকি সরকারের কাছে, স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা দিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি?

আরও পড়ুন: Akhilesh attacks Modi: সরকারি মঞ্চে রাজনীতির অভিযোগ, প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ সপা প্রধান অখিলেশের

আরও পড়ুন: Omicron Preparedness: প্রয়োজনে স্থানীয় স্তরে কনটেইনমেন্ট জ়োন, কেন্দ্রের নজরে ২৭ জেলা

 

Next Article