গরুপাচারকাণ্ড: মূল চক্রী এনামুলের আত্মসমর্পণ, সতীশের মুখোমুখি জেরার সম্ভাবনা
শুক্রবার সিবিআই আদালতে এসে আত্মসমর্পণ করে সে।
আসানসোল: গরুপাচারকাণ্ডে মূল চক্রী এনামূল সিবিআই-এর কাছে আত্মসমর্পণ করল। শুক্রবার সিবিআই আদালতে এসে আত্মসমর্পণ করে সে। ইতিমধ্যেই কলকাতা থেকে সিবিআই-এর একটি দল আসানসোলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে, এদিন সিবিআই আদালতে তোলা হয় বিএসএফ কমান্ডেন্ট সতীশ কুমার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এনামুলকে সতীশ কুমারের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।
সূত্রের খবর, আগেই দিল্লি থেকে মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামূল হককে গ্রেফতার করেন গোয়েন্দা কর্তারা। এরপর জামিনে মুক্ত হয় সে। করোনা হয়েছিল বলে বারবার হাজিরা এড়াচ্ছিল। রিপোর্ট নেগেটিভ আসার পরও হাজিরা এড়াচ্ছিল সে। শুক্রবারও আসানসোল আদালতে হাজিরা ছিল এনামূলের। এদিন নির্দিষ্ট সময়েই হাজিরা দেয় এনামূল।
উল্লেখ্য, নভেম্বরেই দিল্লির একটি হোটেল থেকে এনামুলকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তারপর এনামুলকে শর্তসাপেক্ষে জামিন দেয় দিল্লি সিবিআই-এর বিশেষ আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মালদা, মুর্শিদাবাদ ও বসিরহাট সীমান্তের কয়েকজন ব্যবসায়ীর ওপর নজরজদারি শুরু করেন গোয়েন্দা।