উত্তর ২৪ পরগনা: বিজেপির (BJP) পরিবর্তন যাত্রা (Parivartan Yatra) ঘিরে রণক্ষেত্রের আকার নিল কাঁচরাপাড়া (Kanchrapara)। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপির প্রাক নির্বাচনী (West Bengal Assembly Election 2021) পরিবর্তন যাত্রা কাঁচরাপাড়া পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বাধা টপকে মিছিল এগিয়ে নিয়ে যেতে চায় জনগণ। মিছিলের অগ্রভাগে ছিলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। সেখানেই পুলিশ-জনতা সংঘর্ষ ওঠে তুঙ্গে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।
সূত্রের খবর, পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছিল যা ভেঙে পরিবর্তন যাত্রা এগিয়ে নিয়ে যেতে চায় জনতা। রীতিমতো গায়ের জোরে ব্যারিকেড ভেঙে দেওয়া হয়। প্রশাসনের অনুমতি সত্ত্বেও বিজেপির রথাযাত্রায় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। স্টেশন রোড দিয়ে রথযাত্রা যাওয়ার বাধা দেওয়া হয় বলে অভিযোগ। শুরু হয় ধস্তাধ্বস্তি। বিজেপি নেতা শুভ্রাংশু রায়ের দাবি, পুলিশ তাঁদের কর্মীদের উপর লাঠিচার্জ করে। এর জেরে কমপক্ষে ২৫ জন বিজেপি কর্মী আহত হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন: কয়লা কাণ্ডে নয়া মোড়, লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিল আদালত
বিজেপি পরিবর্তন যাত্রা নির্ধারিত সময়ের পৌঁছে গিয়েছিল কাঁচরাপাড়ায়। কিন্তু, যাত্রা শুরুর কিছুক্ষণ আগের পুলিশ ব্যারিকেড দেয় বলে অভিযোগ। যার পরই রণংদেহি চেহারা নেয় মিছিল। এলাকা জুড়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিজেপি সাংসদ অর্জুন সিং এই নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন। পুলিশের যদিও দাবি, বিজেপিকে দেওয়া অনুমতি বাতিল করা হয়েছিল। তবে পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে। এখনও পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজমান কাঁচরাপাড়ায়।
আরও পড়ুন: সিদ্দিকির ‘সিদ্ধিলাভে’ বিধি বাম, অধীর-মান্নানের মন কষাকষি!