মেখলিগঞ্জ: ফেন্সিং দেওয়া নিয়ে দফায় দফায় ঝামেলা। বিগত কয়েকদিনে একাধিকবার বিএসএফ-বিজিবি-র মধ্যে সংঘর্ষের আবহ তৈরি হয়। উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকার নানা প্রান্তে রীতিমতো বচসায় জড়াতে দেখা যায় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের। ঝামেলা বেঁধে যায় সীমান্তের দুই পাড়ে থাকা গ্রামবাসীদের মধ্যেও। এবার তিনবিঘা সীমান্তে বিএসএফের চূড়ান্ত তৎপরতা দেখা যাচ্ছে। আগের থেকে অনেকটাই বেড়েছে নজরদারি।
শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘা করিডোর সংলগ্ন নাকারের বাড়ির উন্মুক্ত সীমান্ত কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে। ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। উত্তেজনার আবহেই দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কর্তারা জরুরি বৈঠকে বসেন। যদিও তারপর থেকে অনেকটাই শান্ত এলাকা। কিন্তু, চাপা উত্তেজনা যে রয়েছে তা মানছেন সকলেই।
অন্যদিকে বাংলাদেশ সীমান্তে বাড়তি বিজিবি-ও মোতায়েন করা হয়েছে। সংখ্যা বেড়েছে বিএসএফ-রও। এরইমধ্যে বাংলাদেশের দিকে বিভিন্ন জায়গায় বাঙ্কার খনন করার খবর আসছে। সীমান্তে মাটি কেটে বাঙ্কার বানাচ্ছে বিজিবি। তবে কী নতুন কোনও ছক কষছে ইউনূস প্রশাসন। তাতেও বেড়েছে উদ্বেগ। প্রসঙ্গত, বিগত কয়েকদিনে লাগাতার অনুুপ্রবেশের ঘটনা ঘটেছে। সেনা চূড়ান্ত তৎপরতার মধ্যেও জঙ্গিও ঝরা পড়েছে এপার বাংলায়। এরইমধ্যে এদিনই আবার বাংলাদেশ থেকে ছয় জঙ্গি এপার বাংলায় ঢুকে পড়েছে বলে খবর। দাবি মালদহের শুকদেবপুরের বাসিন্দাদের।