Dinhata By Election 2021: ‘মেনে নেওয়া যায় না,’ উদয়নের প্রার্থী পদ বাতিলের দাবি বিজেপির

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Oct 30, 2021 | 7:18 PM

Dinhata By Poll 2021: বিজেপি প্রার্থী অশোক মণ্ডল (Ashok Mandal) রিটার্নিং অফিসারকে দেওয়া এক চিঠিতে লিখেছেন, গণতন্ত্রের উপর বুলডোজার চালিয়েছেন তৃণমূল প্রার্থী।

Dinhata By Election 2021: মেনে নেওয়া যায় না, উদয়নের প্রার্থী পদ বাতিলের দাবি বিজেপির
উদয়ন গুহ। ফাইল চিত্র।

Follow Us

 দিনহাটা: বিক্ষিপ্ত অশান্তি ছিলই। তবে তাল কাটল ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে। দিনহাটা (Dinhata) উপনির্বাচনে তৃণমূল প্রার্থী (TMC Candidate) উদয়ন গুহের (Udayan Guha) প্রার্থীপদ খারিজের দাবি জানাল বিজেপি (BJP)। কিন্তু কী অভিযোগ উদয়ন বাবুর বিরুদ্ধে?

এদিন রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করে মুখ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলেন, “উদয়ন গুহর নির্বাচন পদ বাতিলের দাবি করছি। নাতি কে নিয়ে যে পদ্ধতিতে ভোট দিয়েছেন, তা মেনে নেওয়া যায় না। ওই বুথে যাঁরা নির্বাচন কর্মী, তাঁদেরও শাস্তির দাবি করছি।”

এদিকে উদয়নবাবুর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল (Ashok Mandal)। সেখানে রিটার্নিং অফিসারকে দেওয়া এক চিঠিতে বিজেপি প্রার্থী লিখেছেন, গণতন্ত্রের উপর বুলডোজার চালিয়েছেন তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থী উদয়ন গুহ তাঁর নাতিকে নিয়ে ভোট বুথে ঢুকে একসঙ্গে ভোট দিয়েছেন। যা আইনের চোখে অপরাধ। তৃণমূল প্রার্থী তাঁর প্রার্থীপদের নিয়মবিধির তোয়াক্কা করেননি বলে অভিযোগ করেছেন তিনি। এমতাবস্থায় উদয়ন গুহের প্রার্থী পদ বাতিলের দাবি জানান অশোক মণ্ডল।

বিজেপির অভিযোগ, এদিন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন তাঁর নাতিকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। এবং ভোট শেষে পোলিং বুথের সামনে ভিকট্রি সাইন দেখান। যা নির্বাচন বিধি ভঙ্গ করেছে। এ নিয়ে সাংবাদিক বৈঠকে সুর চড়ান রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

তাঁর কথায়, “রাজ্যে সেই এক কায়দায় উপনির্বাচন হল। পোলিং এজেন্টের ওপর হামলা, ভোটারদের হুমকি, যে রাজনৈতিক সংস্কৃতি থেকে বিহার বেরিয়েছে সেই চিত্র তৃণমূলের কল্যাণে দিনহাটার দেখলাম। উদয়ন গুহ ভোট দিলেন। নাতি দিল। ভোট কেন্দ্রে ভিতরে জয়ের চিহ্ন দেখালেন। আমরা উদয়ন গুহের প্রার্থীপদ খারিজের দাবি জানাচ্ছি।”

তবে খড়দহে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে দাবি বিজেপির। শমীক বাবু বলেন, দিনহাটায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। তবে বিজেপি প্রার্থী জয় সাহা আক্রমণের মুখে পড়েছেন। এদিকে দিনহাটায় বহু কর্মী ঘরছাড়া। দিনহাটায় প্রচার করতে দেওয়া হয়নি। তাও লড়াই করছিলেন তাঁরা। কিন্তু যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে স্পষ্ট নির্বাচনের পরিস্থিতি নেই, দাবি বিজেপি নেতার। তাঁর মন্তব্য, যতদিন তৃণমূল থাকবে এই রাজ্যে, সঠিক ভোট হবে না। উদয়ন গুহ যা করলেন তাতেই পরিষ্কার হয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী কী করবে? শাসক দল যদি অবাধ নির্বাচন চায় তাহলে সঠিক হয়। কেন্দ্রীয় বাহিনী বুথে বাইরে গ্রামে ছিল। কিন্তু তারা যাওয়ার পর মানুষ যারা ভোট দিল তাদের কী হবে?’

আরও পড়ুন: Dinhata By Election 2021: ‘সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে ভোটের লাইনে নিশীথ প্রামাণিক’, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের 

আরও পড়ুন: Dinhata By Election 2021: ভোটের দিনও একাকী ঘরে বসে তৃণমূলের রবীন্দ্রনাথ! ক্রমেই কি কোণঠাসা হচ্ছেন? 

Next Article