Nisith Pramanik: উদয়নকে নাম না করে ‘ফুটো মস্তান’, ‘গব্বর’ খোঁচা নিশীথের, শুনে রাজ্যের মন্ত্রী বললেন…

Coochbehar: বৃহস্পতিবার রাতে দিনহাটার বুড়িরহাটে এক দলীয় সভা থেকে বিজেপি সাংসদ বলেন, 'আপনাদের এখানকার দিনহাটার গব্বর, ফুটো মস্তান... উনি মাঝে মাঝে আমার বাড়ির ওদিকে যান। সমস্ত ব্লক থেকে তাঁর চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে উনি এক একটা উস্কানিমূলক মন্তব্য করে আসেন।

Nisith Pramanik: উদয়নকে নাম না করে 'ফুটো মস্তান', 'গব্বর' খোঁচা নিশীথের, শুনে রাজ্যের মন্ত্রী বললেন...
উদয়ন গুহ ও নিশীথ প্রামাণিকImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 8:33 AM

কোচবিহার: কোচবিহারের রাজনীতিতে উদয়ন-নিশীথ সংঘাতে নয়া মাত্রা। তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে নাম না করে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। দলীয় সভা থেকে নাম না করে উদয়ন গুহকে ‘ফুটো মস্তান’, ‘দিনহাটার গব্বর’ বলে তোপ দাগলেন নিশীথ। বৃহস্পতিবার রাতে দিনহাটার বুড়িরহাটে এক দলীয় সভা থেকে বিজেপি সাংসদ বলেন, ‘আপনাদের এখানকার দিনহাটার গব্বর, ফুটো মস্তান… উনি মাঝে মাঝে আমার বাড়ির ওদিকে যান। সমস্ত ব্লক থেকে তাঁর চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে উনি এক একটা উস্কানিমূলক মন্তব্য করে আসেন।’

উল্লেখ্য, কিছুদিন আগেই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল। সেখানে বিজেপিকে পিছনে ফেলে দিয়ে সবুজ আবির উড়িয়েছে তৃণমূল। কিন্তু নিশীথ-উদয়ন সংঘাতের বাতাবরণ থামার কোনও লক্ষণ নেই। বরং, লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই নয়া মাত্রা যোগ হচ্ছে কোচবিহারের এই দুই তাবড় রাজনীতিকের সংঘাতে।

পঞ্চায়েত ভোটের সময় থেকেই এই সংঘাতের বাতাবরণ চরমে উঠতে শুরু করেছিল। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের উদ্দেশে বলেছিলেন, নিশীথ প্রামাণিক যেখানে যেখানে যাবেন, তাঁকে কালো পতাকা দেখানো হবে। এবার সেই কালো পতাকা দেখানোর হুঁশিয়ারি নিয়ে পাল্টা দিয়ে রাখলেন কেন্দ্রীয় মন্ত্রীও। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন, ‘ক্ষমতা থাকলে (কালো পতাকা) দেখিও, জবাব কীভাবে দিতে হয়, সেটাও দেখিয়ে দেব।’

নিশীথ প্রামাণিকের এদিনের কটাক্ষ নিয়ে যোগাযোগ করা হয়েছিল রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহর সঙ্গেও। তাঁর বক্তব্য, ‘ওনার যা রুচি, উনি সেই মতোই কথা বলছেন।’ নিশীথের বিরুদ্ধে পুরনো মামলার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন উদয়ন। রাজ্যের মন্ত্রীর ব্যাখ্যা, সেই কারণেই নিশীথ তাঁকে গব্বর বলতে চাইছেন। তবে বিষয়টি বাড়তি গুরুত্ব দিতে নারাজ তিনি। বলছেন, ‘জনগণ সব বুঝে গিয়েছেন, আগামী নির্বাচন জনগণ তাঁকে ঘরে বসিয়ে দেবে।’