কোচবিহার: কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশের চেষ্টা। বাধা দিলে পাথর ছুড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তাতেই মাথা ফাটল এক বিএসএফ জওয়ানের। পাল্টা বিএসএফ গুলি চালালে বাংলাদেশ সীমান্তে গা ঢাকা দেয় অনুপ্রবেশকারীরা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের নারায়ণগঞ্জ বর্ডার আউট পোস্ট এলাকায়। গুরুতর জখম অবস্থায় বিএসএফ জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারী কাঁটাতার কেটে ফেলার চেষ্টা করছিল। তাদের উদ্দেশ্য ছিল ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করা। সেই সময় বেশ কয়েকজন জওয়ান তাদের ধাওয়া করে। তখন একের পর এক পাথর ছুড়তে থাকে অনুপ্রবেশকারীরা। তাতে গুরুতর জখম হন ওই জওয়ান। তাঁর মাথা ফেটে যায়। এরপরই গুলি ছোড়েন জওয়ানরা। ভয় পেয়ে অনুপ্রবেশকারীরা বাংলাদেশ ভূখণ্ডের দিকে পালিয়ে যায়। বিএসএফের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
গত বেশকিছু ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গা দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে বলে অভিযোগ। আবার সীমান্তে যেসব জায়গায় কাঁটাতার নেই, সেখানে বিএসএফ কাঁটাতার বসাতে গেলে বাধা দেয় বিজিবি।
দিন তিনেক আগে মালদহের শুকদেবপুরে বাংলাদেশিরা সীমান্ত পেরিয়ে শুকদেবপুরে ঢুকে পড়ে। বাধা দেন শুকদেবপুরের বাসিন্দারা। তা নিয়ে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় বিএসএফ। সীমান্তের ওপার থেকে পাথর ছোড়ে বাংলাদেশিরা। শুকদেবপুরের বাসিন্দাদের বক্তব্য, রাতের অন্ধকারে বাংলাদেশিরা সীমান্ত পেরিয়ে এসে ফসল কেটে নিয়ে যায়। শুকদেবপুরে কাঁটাতার না-থাকার সুযোগ নেয় বাংলাদেশিরা।