সীমান্তে তৈরি হচ্ছিল স্থায়ী বাঙ্কার! BSF ‘কড়া’ হতেই লেজ গুটিয়ে চম্পট বাংলাদেশ সেনার
BSF: বিএসএফ জওয়ানরা দেখেন ফেন্সিং থেকে প্রায় দেড়শো গজের বাইরে গিয়ে এই স্থায়ী কাঠামো তৈরি করছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। দেখা মাত্রই অ্যাকশন নেয় বিএসএফ। বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে তুমুল বচসাও হয় বিএসএফ জওয়ানদের।

কোচবিহার: কৃষ্ণনগরের টুঙ্গি বর্ডার আউটপোস্ট এলাকায় কিছুদিন আগেই বেশ কয়েকটি বাঙ্কারের খোঁজ মিলেছিল। বিএসএফের গোয়েন্দা শাখা সূত্রে খবর, কুয়াশাকে হাতিয়ার করে অনুপ্রবেশের উদ্দেশ্যেই ওই বাঙ্কারগুলি তৈরি করা হয়েছিল। গোটা কাজে সাহয্য করেছিল এপারে থাকা দালালরা। যার জেরে হাত শক্ত হচ্ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। যদিও শেষ পর্যন্ত বিএসএফের হস্তক্ষেপেই গোটা পরিকল্পনা বানচাল হয়ে যায়। এবার আরও কড়া পদক্ষেপ করতে দেখা গেল বিএসএফ-কে।
বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং বাংলাদেশের বাসিন্দাদের সেন্ট্রি বাঙ্কার তৈরির কাজ বন্ধ করে দিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী। কোচবিহারের দহপোতা আঙ্গার পোতা এলাকায় দেড়শো গজের মধ্যে সেন্ট্রি বাংকার তৈরি করছিল বর্ডার গার্ড অফ বাংলাদেশ। যা দেখতে পায় এপারের জওয়ানরা।
বিএসএফ জওয়ানরা দেখেন ফেন্সিং থেকে প্রায় দেড়শো গজের বাইরে গিয়ে এই স্থায়ী কাঠামো তৈরি করছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। দেখা মাত্রই অ্যাকশন নেয় বিএসএফ। বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে তুমুল বচসাও হয় বিএসএফ জওয়ানদের। সূত্রের খবর, দ্রুত এই স্থায়ী নির্মাণ কাজ বন্ধ না করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেন বিএসএফ কর্তারা। পরিস্থিতি যে হাতে বাইরে যাচ্ছে তা বুঝতে পারে বাংলাদেশের সেনা। মুহূর্তেই লেজ গুটিয়ে চম্পট দেয়। ভবিষ্যতেও আর এই ধরনের কাজে তারা হাত দেবে না বলে ‘প্রতিশ্রুতি’ দিয়ে যায়।





