Enumeration form: তৃণমূল নেতার বাড়ির সামনে বসে ফর্ম বিলির অভিযোগ, উত্তেজনা মাথাভাঙায়

Chaos in Cooch Behar: যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার বর্মণের দাবি, BLO এনুমারেশন ফর্ম বিলি করতে যাওয়ার আগে চেয়ার টেবিল নিয়ে বসে ফর্মের সিরিয়াল নম্বর মেলাচ্ছিলেন। তখন বিপিন বর্মণ এসে আচমকা হামলা চালান।

Enumeration form: তৃণমূল নেতার বাড়ির সামনে বসে ফর্ম বিলির অভিযোগ, উত্তেজনা মাথাভাঙায়
উত্তেজনা মাথাভাঙায়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 09, 2025 | 11:54 PM

কোচবিহার: রাজ্যে এনুমারেশন ফর্ম বিলি শুরুর পর থেকেই নানা অভিযোগ সামনে আসছে। কোথাও তৃণমূল নেতার বাড়ি থেকে ফর্ম বিলির অভিযোগ উঠছে। কোথাও বিএলও-র হয়ে অন্য কেউ ফর্ম বিলি করছেন। এবার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বসে SIR-র ফর্ম বিলির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল কোচবিহারের মাথাভাঙায়। অভিযোগ, BLO-র উপর হামলা চালান বিজেপির বুথ লেভেল এজেন্ট (BLA)।

মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন এনুমারেশন ফর্ম বিলি হচ্ছিল। অভিযোগ, নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায় ৫-র ৪০ নম্বর বুথে এনুমারেশন ফর্ম বিলির জন্য বিএলও তৃণমূল নেতার বাড়ির সামনে চেয়ার টেবিল নিয়ে বসেছিলেন। এর প্রতিবাদ করেন ওই এলাকার বিজেপির বিএলএ-২ বিপিন বর্মণ। শুরু হয় অশান্তি। চেয়ার টেবিল ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিপিন বর্মণের স্ত্রীর অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁর স্বামী বেঁধে রাখার হুমকি দেয়। বিপিন বর্মণ বলেন, “আমি কেন ওখানে গিয়েছি, তা নিয়ে হুমকি দেয় তৃণমূল নেতারা।”

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার বর্মণের দাবি, BLO এনুমারেশন ফর্ম বিলি করতে যাওয়ার আগে চেয়ার টেবিল নিয়ে বসে ফর্মের সিরিয়াল নম্বর মেলাচ্ছিলেন। তখন বিপিন বর্মণ এসে আচমকা হামলা চালান। চেয়ার টেবিল ভাঙচুর করেন। এবং ফর্ম ছুড়ে ফেলে দেন। মিথ্যা অভিযোগ করে বিজেপি প্রচারের আলোয় আসার চেষ্টা করছে বলেও দাবি তৃণমূলের। যদি চেয়ার টেবিল ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির বিএলএ ২। 

এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ফাঁড়ির পুলিশ। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।