Cooch Behar: প্রকাশ্য বাজারে শ্বশুরকে ধারাল অস্ত্রের কোপ, জামাইকে ‘গণপিটুনি’

Cooch Behar: প্রকাশ্যে সকলের সামনেই কলের হাতল দিয়ে সজোরে আঘাত করে শ্বশুরের মাথায়। তাপস সরকার গুরুতর আহত হন তিনি। তড়িঘড়ি তাপসকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দা। উত্তেজিত জনতা জামাই ভিমকে তাড়া করে ধরে ফেলেন

Cooch Behar: প্রকাশ্য বাজারে শ্বশুরকে ধারাল অস্ত্রের কোপ, জামাইকে 'গণপিটুনি'
খুনের চেষ্টার অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 12:41 PM

কোচবিহার: পারিবারিক অশান্তির জেরে শ্বশুরকে প্রকাশ্যে খুনের চেষ্টা জামাইয়ের। উত্তেজিত জনতা জামাইকে ধরে বেধড়ক পেটানোর পর তুলে দিল পুলিশের হাতে। সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বাজার করতে যাচ্ছিলেন শশুর তাপস সরকার। তাঁর অভিযোগ , সে সময়েই তাঁর ওপর হামলা চালান জামাই ভীম সরকার । প্রকাশ্যে সকলের সামনেই কলের হাতল দিয়ে সজোরে আঘাত করেন শ্বশুরের মাথায়। তাপস সরকার গুরুতর আহত হন । তড়িঘড়ি তাপসকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা জামাই ভীমকে তাড়া করে ধরে ফেলেন। তাঁকে উত্তম মধ্যম দেন এবং পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। আজ হঠাৎ করেই শ্বশুরের ওপর হামলা চালায় জামাই। শ্বশুরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা গোটা বিষয়টি চোখের সামনে দেখেছি। ওঁ তো বাজার করতে যাচ্ছিলেন। হঠাৎ করে জামাই গিয়ে পিছন থেকে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আমরা দৌড়ে দিয়ে রোখার চেষ্টা করি। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ও অনেকটা দূর পালিয়ে চলে গিয়েছিল।”

অভিযুক্তের অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরও গায়ে-মাথায়, গলায় গুরুতর চোট রয়েছে।  কিছুটা সুস্থ হলে পুলিশ তাঁর সঙ্গে কথা বলবে বলে জানা গিয়েছে। কেন কী কারণে আক্রোশ, তা জানার চেষ্টা করবে পুলিশ।