Cooch Behar BSF: সিতাই সীমান্তে বিএসএফের গুলি, নিহত ৪ ‘ গরু পাচারকারি’

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 12, 2021 | 10:49 AM

Cooch Behar BSF: গরু পাচারের অভিযোগে গুলি, দাবি বিএসএফেরর।

Cooch Behar BSF: সিতাই সীমান্তে বিএসএফের গুলি, নিহত ৪  গরু পাচারকারি
সীতাইয়ে 'গুলি' বিএসএফের (নিজস্ব চিত্র)

Follow Us

কোচবিহার: কোচবিহারের সিতাই সীমান্তে বিএসএফের-এর গুলি। প্রথমে ২ বাংলাদেশি ও ১ ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া যায়। পরে আরও এক জনের দেহ উদ্ধার হয়। গরু পাচারের অভিযোগে গুলি, দাবি বিএসএফেরর। সাতভাণ্ডারীতে গুলি চালানো হয় বলে অভিযোগ। তবে বিএসএফ বলছে, মৃত্যু হয়েছে ২ জনের।

অসমর্থিত সূত্রে মোট চার  জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এক জনের দেহ পড়ে রয়েছে সীমান্তের কাঁটা তারের এপারে। অপর তিন জনের দেহ ওপারে পড়ে। গুলি চালনার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।  তবে বিএসএফের বক্তব্য, চোরাপথে গরু পাচার চলছিল। পাচারকারীদের ধরতেই গুলি। এখনও পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার হয়েছে। বিএসএফের বক্তব্যও খতিয়ে দেখা হচ্ছে।

বিএসএফ এখনও তাদের বক্তব্য অফিসিয়ালি জানায়নি। বিএসএফের অফিসিয়ালি বক্তব্য পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে। পুলিশের হাতে দেহ তুলে দেওয়া হবে। সমান্তরাল ভাবে তদন্ত হবে পুলিশের তরফেও। প্রসঙ্গত, সীমান্তে গরু পাচারকারীরা যে সক্রিয় হয়ে উঠছে, তা নিয়ে বৃহস্পতিবারই একটি প্রতিবেদন পেশ করা হয় TV9 বাংলায়। দিনে দুপুরে রাজগঞ্জের সন্ন্যাসী গ্রাম পঞ্চায়েতের পীড়গছ গ্রামে সীমান্তের কাঁটা তার কেটে ভারতীয় ভূখন্ডে ঢুকে বেশ কয়েকটি গরু নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীর দল পালিয়ে যায়। সেই খবর প্রকাশিত হওয়ার পরই ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি সংক্রান্ত ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে এলাকায়।

এরই মধ্যে কোচবিহারের সীতাইয়ে একই ঘটনা প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায়  সীমান্তে গুলি চালনার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে সীমান্তবর্তী গ্রাম। জানা যায়, গুলিতে মৃত্যু হয়েছে চার জনের। তাঁদের মধ্যে এক জন ভারতীয় রয়েছে বলেও খবর মেলে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে বিএসএফ গুলি চালনার ঘটনায় প্রাথমিকভাবে গরু পাচারকারী তত্ত্বই খাঁড়া করেছে। কেন গুলি চালাতে হল? কেন তাঁদের ধাওয়া করে ধরা গেল না? আদৌ নিহতরা কি গরু পাচারকারী? এসব একাধিক প্রশ্ন উঠছে। বিএসএফের ওপরেও কি হামলা হয়েছিল? প্রতিরোধ গড়তেই কি গুলি? প্রশ্ন উঠছে সেসবও। তবে বিএসএফের সরকারি বক্তব্যের পরই আসল বিষয়টি স্পষ্ট হবে।

আরও পড়ুন: Jalpaiguri: ‘ওপার থেকে কাঁটা তার পেরিয়ে ঢুকেই গরু নিয়ে পালিয়ে যায় ওরা…’, সীমান্তে চাঞ্চল্যকর ঘটনা

Next Article