AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: ‘ওপার থেকে কাঁটা তার পেরিয়ে ঢুকেই গরু নিয়ে পালিয়ে যায় ওরা…’, সীমান্তে চাঞ্চল্যকর ঘটনা

Jalpaiguri: ওপার থেকে কয়েকজন যুবক সীমান্তের কাঁটা তার কেটে আচমকাই গ্রামে প্রবেশ করে। এরপর তারা গ্রাম থেকে বেশ কয়েকটি গরু নিয়ে ওই এলাকা দিয়েই ওপারে চলে যায়।

Jalpaiguri: 'ওপার থেকে কাঁটা তার পেরিয়ে ঢুকেই গরু নিয়ে পালিয়ে যায় ওরা...', সীমান্তে চাঞ্চল্যকর ঘটনা
প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Nov 11, 2021 | 8:05 AM
Share

জলপাইগুড়ি: দিনে দুপুরে সীমান্তের কাঁটা তার কেটে ভারতীয় ভূখন্ডে ঢুকে বেশ কয়েকটি গরু নিয়ে পালিয়ে গেল বাংলাদেশি অনুপ্রবেশকারীর দল। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে রাজগঞ্জের সন্ন্যাসী গ্রাম পঞ্চায়েতের পীড়গছ গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে ওপার থেকে কয়েকজন যুবক সীমান্তের কাঁটা তার কেটে আচমকাই গ্রামে প্রবেশ করে। এরপর তারা গ্রাম থেকে বেশ কয়েকটি গরু নিয়ে ওই এলাকা দিয়েই ওপারে চলে যায়। এপারের কয়েকজন বাসিন্দা তাদের তাড়া করেও ঢুকতে পারেনি।

ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি সংক্রান্ত ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে এলাকায়। প্রসঙ্গত, মাস খানেক আগে সীমান্তে ৪ মহিলা সহ ৯ বাংলাদেশি গ্রেফতার হয়। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ তারালী সীমান্তে সন্দেহজনকভাবে ৯ জনকে ঘোরাফেরা করতে দেখা যায়। বিএসএফ সূত্রে খবর, ভোর রাতে ৯ জন বাংলাদেশি ভারতে অবৈধভাবে ঢোকার চেষ্টা করছিলেন।

সেই সময় টহলরত ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাঁদের আটকে প্রশ্ন করেন। কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তল্লাশির পর বিএসএফ দেখে তাঁরা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে ঢুকেছেন। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ওই বাংলাদেশিদের আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে।

উল্লেখ্য চলতি মাসেই দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে জেএমবি জঙ্গি সন্দেহে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আব্দুল মান্নান নামে ওই ব্যক্তির সঙ্গে জেএমবির যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

সম্প্রতি হরিদেবপুরে জেএমবি-র কলকাতা মডিউলের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তভার এনআইএ হাতে নেয়। সেই তদন্তের সূত্র ধরেই আরও এক সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে জেএমবি-র সরাসরি যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। ধৃত আব্দুল মান্নানকে এনআইএ বিশেষ আদালতে পেশ করা হবে। জেএমবি-র কলকাতা মডিউল সম্পর্কে আরও তথ্য জানতে চান তদন্তকারীরা।

আব্দুল মান্নান কবে থেকে এই সংগঠনে যুক্ত, তার কাজ কী ছিল, কোথায় কোথায় শাখা বিস্তার করেছিল, তা জানতে চান তদন্তকারীরা। বাংলাদেশ থেকে কীভাবে ভারতে এল, কার সাহায্যে এল, এই সব জানতে আব্দুল মান্নানকে নিজেদের হেফাজতে নিতে চান গোয়েন্দারা।

গত ১১ জুলাই হরিদেবপুর থেকে পাকড়াও হয় জঙ্গি সন্দেহে ধৃত ৩ জনকে। তাদের বিরুদ্ধে জেএমবি-র সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তদন্তকারীরা। পরে বারাসাত থেকেও এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ (STF)। অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে জামাত-জঙ্গি গ্রেফতারি তদন্তভার যায় এনআইএ-এর হাতে।

আরও পড়ুন: ওষুধ খেলেই মুক্তি করোনা থেকে! ভারতেও শীঘ্রই মিলতে পারে অনুমোদন

আরও পড়ুন: কুয়াশার কারণে ৪ মাসের জন্য বাতিল তিস্তা তোর্সা এক্সপ্রেস-সহ একগুচ্ছ ট্রেন! বিক্ষোভ