কোচবিহারে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দাগী ২ অপরাধী
তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে। বিভিন্ন নাম ব্যবহার করে এলাকায় অপকর্ম চালাত তারা।
কোচবিহার: দুই কুখ্যাত অপরাধীকে অস্ত্র সমেত পাকড়াও করল কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙ্গা থানার পুলিশ। ধৃতদের নাম রিতিস সাহা ও মাধব সাহা। তাদের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র মামলা রয়েছে।
ধৃতরা সন্ত্রাসমূলক কাজের সঙ্গে দীর্ঘ দিন ধরেই যুক্ত বলে পুলিস সূত্রে খবর। বিশেষ সূত্রে খবর পেয়ে, রবিবার ওই দুজনকে একটি গোপন ডেরা থেকে গ্রেফতার করে পুলিস। তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে। বিভিন্ন নাম ব্যবহার করে এলাকায় অপকর্ম চালাত তারা।
আরও পড়ুন: কয়লাকাণ্ড: আজও সিবিআই দফতরে বিনয় মিশ্রর ভাই
বেশ কিছুদিন ধরেই পুলিস তাদের খোঁজ করছিল। অবশেষে তাদের হাতেনাতে পাকড়াও করে পুলিস। ১০ দিনের জন্য পুলিস হেফাজত চেয়ে আদালতের কাছে আবেদন করেছে মাথাভাঙ্গা থানার পুলিস। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।