Cooch Behar: কালীপুজোকে কেন্দ্র করে দু’ক্লাবের ঝামেলা, আহত একাধিক

Cooch Behar: শুক্রবার সন্ধ্যায় ছিল এলংমাড়ি যুব সংঘ ও পাঠাগারের কালি প্রতিমার ভাসান। সেই মোতাবেক ক্লাবের সদস্যরা ক্লাবের সামনে ভাসানের প্রস্তুতি নিচ্ছিলেন। ক্লাব চত্বরে নাচ গান চলছিল।

Cooch Behar: কালীপুজোকে কেন্দ্র করে দু'ক্লাবের ঝামেলা, আহত একাধিক
দুই ক্লাবের সংঘর্ষে উত্তেজনাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 8:46 AM

কোচবিহার: কালীপুজোর ভাষণকে কেন্দ্র করে তুলকালাম মাথাভাঙ্গায় । ক্লাবে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ । ৬ জনকে আটক করেছে পুলিশ। ক্লাবে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়ায় মাথাভাঙা ১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের এলংমাড়ি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , শুক্রবার সন্ধ্যায় ছিল এলংমাড়ি যুব সংঘ ও পাঠাগারের কালি প্রতিমার ভাসান। সেই মোতাবেক ক্লাবের সদস্যরা ক্লাবের সামনে ভাসানের প্রস্তুতি নিচ্ছিলেন। ক্লাব চত্বরে নাচ গান চলছিল। অভিযোগ,  সে সময় এলাকারই এক বাসিন্ধা বাসিন্দা বাচ্চু সাহা ও তাঁর ছেলে শেখর সাহা দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।

যুব সংঘ ও পাঠাগারের সম্পাদক সমির সাহার মাথায় লাঠি দিয়ে এলোপাথাড়ি মারে বলে অভিযোগ। তাঁকে টেনে হিঁচড়ে রাস্তার ধারে ড্রেনেও ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ক্লাবে মারধরের ঘটনায় ভেস্তে যায় বিসর্জনের শোভাযাত্রা । পরবর্তীতে ক্লাবের সদস্যরা রক্তাক্ত অবস্থায় অবস্থায় সমীরকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় দুই পক্ষের ৬ জনকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ । সূত্র মারফত জানা গিয়েছে, দুজনের মধ্যে পুরনো কোনও বিষয় নিয়ে আগে থেকেই ঝামেলা ছিল। ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত। তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।