Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dinhata Loksabha Election 2024: বিজেপি নেতার ‘দুয়ারে’ তাজা বোমা, উদয়ন বললেন, ‘বোমা কি লাড্ডু যে না মেরে সাজিয়ে রাখবে?’

Dinhata Loksabha Election 2024: কোথাও পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা, কোথাও পোলিং এজেন্টকে ব্যাপক মারধরের অভিযোগ, কোথাও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। দিনহাটা ভিলেজ ২ বুথ সভাপতির বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Dinhata Loksabha Election 2024: বিজেপি নেতার 'দুয়ারে' তাজা বোমা, উদয়ন বললেন, 'বোমা কি লাড্ডু যে না মেরে সাজিয়ে রাখবে?'
দিনহাটায় তাজা বোমা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2024 | 11:02 AM

কোচবিহার:  প্রথম দফা নির্বাচনে শিরোনামে কোচবিহার। ভোট চলাকালীন দিনহাটায় উদ্ধার তাজা বোমা। বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার। ঘটনাস্থল দিনহাটা ভিলেজ ২।  সকাল থেকে কোচবিহার উত্তপ্ত। বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে বিভিন্ন ক্ষেত্র থেকে। বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলছে। কোথাও পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা, কোথাও পোলিং এজেন্টকে ব্যাপক মারধরের অভিযোগ, কোথাও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। দিনহাটা ভিলেজ ২ বুথ সভাপতির বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বিজেপি নেতার অভিযোগ, সকালে বুথে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরনোর সময়ে সিঁড়ি সামনে তাজা বোমা পড়ে থাকতে দেখেন। তাঁর অভিযোগ, আগে থেকেই তাঁকে ভয় দেখানো হচ্ছিল। তিনি যদি বুথে যান, তাহলে খারাপ ফল ভুগতে হবে। তাঁকে লক্ষ্য করে বোমা মারা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। তারপরই সকালে বাড়ির সামনে বোমা উদ্ধার। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে প্রশ্ন করা হয়, ‘পোলিং এজেন্টদের বাড়ির সামনে বোমা রেখে দেওয়ার অভিযোগ উঠছে, কী বলবেন?’ মন্ত্রীর জবাব, “বোমা না মেরে কেউ বোমা বাড়ির সামনে সাজিয়ে রাখবে? বোমা কি লাড্ডু? যে বাড়িতে সাজিয়ে রাখবে? “