Cooch Behar: দোলের দিন ফাঁকা বাড়িতে আচমকা হানা! গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৪ যুবকের বিরুদ্ধে, গ্রেফতার ৩, পলাতক ১
Cooch Behar: দোলের দিন কোচবিহারের নিশিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। রবিবার নিশিগঞ্জ পুলিস ফাঁড়িতে নির্যাতিতা গৃহবধূ ধর্ষনের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতে না পেতেই অ্যাকশনে নামে পুলিশ।

কোচবিহার: মালদহে নবম শ্রেণির ছাত্রীকে মায়ের সামনেই ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন মা নিজেও। এমনকী থানা অভিযোগ জানাতে গেলেও রাস্তাতেই তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরইমধ্যে কোচবিহারেও এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। এখনও পলাতক এক। তার খোঁজে জোরকদমে জোরকদমে শুরু হয়েছে তল্লাশি। চলছে জিজ্ঞাসাবাদ।
দোলের দিন কোচবিহারের নিশিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। রবিবার নিশিগঞ্জ পুলিস ফাঁড়িতে নির্যাতিতা গৃহবধূ ধর্ষনের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতে না পেতেই অ্যাকশনে নামে পুলিশ। গ্রেফতার করা হয় তিনজনকে।
দোলের পর থেকেই এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর তৈরি হয় এলাকায়। নির্যাতিতা জানাচ্ছেন, তাঁর স্বামী ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে। সেই সুযোগকেই কাজে লাগিয়েছিল চার যুবক। তাঁর অভিযোগ, হোলির দিন তাঁকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে এলাকারই চার যুবক। যদিও ভয়ে ঘটনার পর থেকে মুখ খুলতে পারেননি তিনি। স্বামী বাড়ি ফিরতেই সোজা পুলিশের দ্বারস্থ হন। রবিবার দায়ের হয় অভিযোগ। এদিনই তিন যুবককে আদালতে তোলা হয়।





