Bomb in School: দিনেদুপুরে স্কুল থেকে উদ্ধার তাজা বোমা, আতঙ্ক তুফানগঞ্জে
Bomb in School: খবর চাউর হতেই ভিড় জমে যায় এলাকায়। সূত্রের খবর, একটি বোমা পড়ে ছিল স্কুলের অফিস ঘরের সামনে, অন্যটি ছিল স্কুলের মধ্য়েই একটি শ্রেণিকক্ষের সামনে। বোমা নিয়ে শোরগোলের মধ্য়েই খবর যায় তুফানগঞ্জ থানায়।
তুফানগঞ্জ: গত বছরের শেষদিকে ক্লাস চলাকালীন টিটাগড়ের স্কুলে বিস্ফোরণের খবরে শোরগোল শুরু হয়ে গিয়েছিল বাংলার রাজ্য-রাজনীতিতে। দুপুরে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বোমা হামলা করেছিল দুষ্কৃতীরা। এবার যেন একই ঘটনার প্রতিচ্ছবি কোচবিহারে। তবে বিস্ফোরণ না হলেও, শিক্ষা প্রতিষ্ঠান থেকে উদ্ধার দু’টি তাজা বোমা। বুধবার স্কুল চলাকালীন তুফানগঞ্জ থানার অন্তর্গত টাকুয়ামারি রবীন্দ্রনাথ MSK স্কুলের বারান্দা থেকে উদ্ধার হয় এই দুটি তাজা বোমা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা স্কুল লাগায়ো পাড়ায়। আতঙ্ক দানা বেঁধেছে পড়ুয়াদের মধ্যে। আতঙ্কে অভিভাবকেরাও।
জানা গিয়েছে, চিলাখানা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকুয়ামারি এমএসকে স্কুলের মাঠে ছাগল বাঁধতে গিয়ে স্থানীয় এক মহিলা প্রথমে বোমাগুলি দেখতে পান। খবর চাউর হতেই ভিড় জমে যায় এলাকায়। সূত্রের খবর, একটি বোমা পড়ে ছিল স্কুলের অফিস ঘরের সামনে, অন্যটি ছিল স্কুলের মধ্য়েই একটি শ্রেণিকক্ষের সামনে। বোমা নিয়ে শোরগোলের মধ্য়েই খবর যায় তুফানগঞ্জ থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার করা হয় বোমা দু’টি। কিন্তু, কীভাবে সেগুলি স্কুলে এল সেই উত্তর দিতে পারছেন না কেউই।
এদিকে যে জায়গা থেকে বোমাদুটি উদ্ধার হয়েছে তার পাশেই আবার রয়েছে টাকুয়ামারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক স্কুলটি খোলা থাকলেও MSK স্কুল বন্ধ ছিল বলে জানা যাচ্ছে। স্কুল খোলা থাকলে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারত পড়ুয়ারা। সে কথা ভেবেই আঁতকে উঠছেন অভিভাবকেরা। ঘটনায় আবার জুড়ে গিয়েছে রাজনৈতিক রং। বিজেপি দাবি, এর পিছনে রয়েছে তৃণমূলের হাত। নাটাবাড়ি বিধানসভার বিজেপির তিন নম্বর মণ্ডল সভাপতি চিরঞ্জিত দাস জানান, আজ বিকালেই টাকুয়ামারি এমএসকে স্কুলে রয়েছে বিজেপির বিজয়া সম্মিলনী। সেটা বানচাল করার লক্ষ্যেই শাসকদলের তরফ থেকে এটা করা হয়েছে। যদিও শাসকদলের তরফ থেকে বিজেপির করা এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। গোটা ঘটনা থতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ।