Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dinhata: মাসখানেক আগে উদ্ধার মুন্ডুহীন দেহ, একই পুকুরের পাড় থেকে উদ্ধার খুলি-হাড়! কী চলছে দিনাহাটায়

Dinhata: রবিবার সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা মিঠুন দেবনাথের পুকুর পাড়ে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। বিষয়টি মিঠুনকে জানানো হলে তিনি এসে বস্তাটি খুলে কয়েকটি হাড় ও মাথার খুলি দেখতে পান।

Dinhata: মাসখানেক আগে উদ্ধার মুন্ডুহীন দেহ, একই পুকুরের পাড় থেকে উদ্ধার খুলি-হাড়! কী চলছে দিনাহাটায়
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2025 | 4:19 PM

কোচবিহার: দিনহাটার রাখালমারী এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার মানবদেহের হাড় ও মাথার খুলি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। এর আগেও একই জায়গায় মিলেছিল এক ব্যক্তির মুন্ডুহীন দেহাংশ। এবার হাড় ও মাথার খুলি উদ্ধার হতেই ব্যাপাক চাপানউতোর শুরু হয়েছে। তবে এই খুলি ও হাড় একই ব্যক্তির কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে দিনহাটায়। তদন্তে পুলিশ। 

রবিবার সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা মিঠুন দেবনাথের পুকুর পাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। সন্দেহ বাড়তে থাকায় বিষয়টি মিঠুনকে জানানো হয়। তিনি এসে বস্তাটি খুলে কয়েকটি হাড় ও মাথার খুলি দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ। বস্তা সমেত বাজেয়াপ্ত করে হাড় ও মাথার খুলি। 

প্রসঙ্গত, প্রায় এক মাস আগে এই একই পুকুর থেকে বেশ কয়েকটি হাড় (দেহাংশ) উদ্ধার হয়েছিল। তবে কোনও মাথা পাওয়া যায়নি। তবে পুলিশ তখন নিশ্চিত করে বলেনি যে হাড়গুলি মানুষের কিনা। তদন্ত চলছিল। এবার আবারও একই স্থান থেকে হাড় ও খুলি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা স্পষ্টতই জানাচ্ছেন, বারবার এমন ঘটনা ঘটায় তাঁরা ভয় পাচ্ছেন। এলাকায় আতঙ্কের আবহ। অনেকেরই আশঙ্কা, পুকুরটি হয়তো কোনও অপরাধের সাক্ষী। সকলেই ওই এলাকায় কড়া পুলিশি নজরদারির দাবি জানাচ্ছেন।