SIR: SIR-এর প্রথম দিনই এনুমারেশন ফর্ম নিলেন না ছিটমহলের বাসিন্দারা, কারণ জানেন?

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 05, 2025 | 12:38 PM

অথচ SIR-এর নিয়ম অনুযায়ী তাঁদের নাম ২০০২ এর তালিকায় নাম থাকা আবশ্যক। আর এখানেই দেখা দিয়েছে সমস্যা। নির্বাচন কমিশন এখনো ছিটমহল বাসীদের বিষয়টি নিয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা জারি করেনি। তাই তাঁরা এই ফর্ম নিতে অস্বীকার করলেন।

পশ্চিমবঙ্গে নিবিড় সংশোধন শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু কোচবিহারের দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুর কুঠির বাসিন্দারা এনুমারেশন ফর্ম নিতে অস্বীকার করলেন। নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তি হয় ২০১৫ সালে। সেই অনুযায়ী ছিটমহল বাসীরা ভারতের নাগরিকত্ব পেয়েছেন ২০১৫ সালে। অথচ SIR-এর নিয়ম অনুযায়ী তাঁদের নাম ২০০২ এর তালিকায় নাম থাকা আবশ্যক। আর এখানেই দেখা দিয়েছে সমস্যা। নির্বাচন কমিশন এখনো ছিটমহল বাসীদের বিষয়টি নিয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা জারি করেনি। তাই তাঁরা এই ফর্ম নিতে অস্বীকার করলেন।