
কোচবিহার: চুপি-চুপি কাঁটাতার পেরিয়ে ঢুকে গিয়েছিল। তারপরই ভারত সীমান্তের বিভিন্ন গ্রামে গিয়ে চুরি করত। কিন্তু কে সেই চোর তা বুঝে উঠতে পারছিলেন না গ্রামবাসীরা। তাই এবার তক্কে-তক্কে ছিলেন তাঁরা। যেমন বলা তেমন কাজ। সীমান্তে গ্রামবাসীদের হতে ধরা পড়ল বাংলাদেশি চোর। এরপরই অভিযুক্তকে বুঝিয়ে দিলেন ভারতীয়রা। সোজা তাকে তুলে দিলেন বিএসএফ-এর হাতে।
জানা যাচ্ছে,গভীর রাতে কুচলিবাড়ি থানা এলাকার কোয়ার্টার সংলগ্ন একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে এসেছিল ওই ব্যক্তি। আর সেটাই টের পেয়ে যায় বাড়ির লোকেরা। চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোক ছুটে আসে। গ্রামবাসীরা সকলেই তাড়া করে চোরকে পাকরাও করতে সক্ষম হয়।
জানা যায়, ধৃত চোর বাংলাদেশের বাসিন্দা। সে চোরা পথে এদেশে প্রবেশ করেছে। এবং তার সঙ্গে যোগসাজশ রয়েছে এদেশের বেশ কয়েকজন। তাদের মদতেই এদেশে প্রবেশ করেছে সেই বাংলাদেশি চোর। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সীমা চৌকিতে নিয়ে যায় বিএসএফ। প্রসঙ্গত উল্লেখ্য, সীমান্তে কিন্তু উত্তেজনা অব্যাহত। এ দিন আবার মুর্শিদাবাদ সীমান্ত থেকে বড় অভিযোগ উঠে এল বিজিবির বিরুদ্ধে। ভারতীয় কৃষক চাষ করতে জিরো পয়েন্টে গিয়েছিলেন। তাদের মধ্যে দুই কৃষককে তুলে যায় বাংলাদেশি বর্ডার গার্ড।