
দিনহাটা: দিনহাটায় গ্রেফতার ১৬ বাংলাদেশি। যদিও ধৃতদের দাবি, বাংলাদেশে নিজেদের বাড়িতে ফিরতে চান তাঁরা। সে কারণেই আত্মসমর্পণ করেছেন। এদিন তাঁদের দিনহাটার দিনহাটা ফলিমারী রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়। তোলা হয়েছে আদালতে। আদালতে যাওয়ার সময় বাংলাদেশিরা জানিয়েছেন তাঁদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।
ধৃতদের দাবি, কাজের কারণেই বেশ কয়েক বছর ধরে দিল্লি, হরিয়ানার বিভিন্ন জায়গায় ছিল তাঁরা। এরইমধ্যে তাঁরা জানতে পারেন পুলিশ নাকি বাংলাদেশিদের তাঁদের নিজজের দেশে পাঠাচ্ছে। তাই দেশে ফিরতে তাঁরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ১৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৪ জন মহিলা রয়েছেন। রয়েছেন ৬ জন শিশু। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, এই ১৬ জনই দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ইটভাটায় কাজ করছিলেন। এরইমধ্যে বাংলাদেশ ফিরতে তাঁরা দিনহাটার এই রুট বেছে নিয়েছিলেন। এরইমধ্যে পুলিশের হাতে পাকড়াও।