
কোচবিহার: জেলায় জেলায় ঘুরছে পুজোয় পালসের ক্যান্টার। প্রায় এক মাস ধরে বাংলার কোণায় কোণায় ঘুরে বেড়াচ্ছে গোলমোলের ক্য়ান্টার। ছড়িয়ে দিচ্ছে পুজোর আমেজ। পালসের এই জেলাওয়াড়ি সফরে এবারের ঠিকানা কোচবিহার। সংস্থা তরফে জানা গিয়েছে, শনিবার গোটাদিন কোচবিহারের নানা জায়গায় ঘুরেছে পুজোয় পালসের ক্যান্টার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কোচবিহারের বিটি অ্যান্ড ইভিনিং কলেজের সামনে দাঁড়িয়ে ছিল পুজোয় পালসের ক্যান্টার। যা ঘিরে জমেছিল মানুষের ভিড়। তারপর সময় মতোই ইভিনিং কলেজ পেরিয়ে ওই ক্য়ান্টার পৌঁছে যায় কোচবিহার রাজবাড়ির সামনে। সেখানে বিকাল ৪টে থেকে সন্ধ্য়া ৮টা পর্যন্ত ছিল সেই ক্যান্টারটি।
গত দু’বছরের ন্যায় তৃতীয় বছরও শুরু হয়ে গিয়েছে পুজোয় পালসের জেলাওয়াড়ি সফর। আর এবারের সফরের বিশেষ আকর্ষণ ‘গোলমোল’ ক্যান্ডি। টক-মিষ্টি তেঁতুল লজেন্স ফিরিয়ে দিচ্ছে ‘ছোটবেলার স্বাদ’। এদিন সেই ‘গোলমোল’ খেয়ে একজন বললেন, ‘খুব সুন্দর। বেশ টকটক খেতে। মন ভরেছে।’ অন্য একজন আবার বললেন, ‘এই গোলমোল আগেরটার থেকেও বেশি ভাল। তাছাড়া এরা আবার পুরস্কারও দিচ্ছে।’ আরও এক পথচারি বললেন, ‘লজেন্সটা দেখলাম, খেলাম, বেশ ভাল লাগল। এই দেখুন খাচ্ছি।’
সব মিলিয়ে গোলমোল কেড়েছে মানুষের মন। নতুন এই টক-মিষ্টি লজেন্সে মন মজেছে সাধারণের। শুধুই কোচবিহার নয়, যেখানেই গড়িয়েছে পালসের ক্যান্টারের চাকা, সেখানে ছুটে গিয়েছে সাধারণ মানুষ। চেখে দেখেছে পালসের ‘অভিনব স্বাদ’।