TMC: ২৪ ঘণ্টার মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তৃণমূল কাউন্সিলররা, কোন মন্ত্রে তুফানগঞ্জে থামল ‘তুফান’?
TMC: শুক্রবার জেলা তৃণমূল দফতরের তুফানগঞ্জের তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন অভিজিৎ দে ভৌমিক। ওই বৈঠকের পর তিনি জানান, পুরপ্রধানকে সরানো হচ্ছে না। কিন্তু, কেন পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন দলের কাউন্সিলররা?

কোচবিহার: ২৪ ঘণ্টাও কাটল না। ১৮০ ডিগ্রি ঘুরে তুফানগঞ্জ পুরসভার ‘অপসারিত’ পুরপ্রধানকে সমর্থনের কথা জানিয়ে দিলেন তৃণমূল কাউন্সিলররা। কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক শুক্রবার তুফানগঞ্জের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন। তারপরই কাউন্সিলররা জানিয়ে দেন, তাঁরা পুরপ্রধান কৃষ্ণা ঈশোরকে সমর্থন করছেন।
তুফানগঞ্জ পুরসভায় গতকাল পুরপ্রধান কৃষ্ণ ঈশোরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলেরই কাউন্সিলররা। ১০ জন কাউন্সিলর তাঁর বিরুদ্ধে ভোট দেন। তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে শাসকদলের কাউন্সিলরদেরই অনাস্থা প্রস্তাব নিয়ে জেলার রাজনীতিতে আলোচনা শুরু হয়। পরিস্থিতি সামলাতে আসরে নামেন তৃণমূলের জেলা সভাপতি।
শুক্রবার জেলা তৃণমূল দফতরের তুফানগঞ্জের তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন অভিজিৎ দে ভৌমিক। ওই বৈঠকের পর তিনি জানান, পুরপ্রধানকে সরানো হচ্ছে না। কিন্তু, কেন পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন দলের কাউন্সিলররা? তৃণমূলের জেলা সভাপতি বলেন, “কিছুটা ভুল বোঝাবুঝি ছিল। কিছুটা ইগো ছিল। সেটা আমরা আলোচনা করে মিটিয়ে নিয়েছি। সব কাউন্সিলর বুঝতে পেরেছেন, যিনি আমাদের কাজের সুযোগ করে দিয়েছেন, তাঁর জন্য নিজেদের ইগো ভুলে কাজ করতে হবে।” বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেকথা উল্লেখ করে তৃণমূলের জেলা সভাপতি বলেন, “তুফানগঞ্জ বিধানসভায় পিছিয়ে তৃণমূল। ফলে ছাব্বিশের নির্বাচনের আগে সবাইকে একসঙ্গে নামতে হবে।” সূত্রের খবর, তুফানগঞ্জ পুরসভায় অনাস্থা আনা নিয়ে শাসকদলের রাজ্য নেতৃত্ব ক্ষুব্ধ। এসব যে বরদাস্ত করা হবে না, তা জেলার নেতাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরই আসরে নামেন জেলা সভাপতি।
কাউন্সিলররা জানিয়েছেন, কৃষ্ণা ঈশোর-ই পুরপ্রধান থাকবেন। এই নিয়ে কৃষ্ণা ঈশোর বলেন, “কাউন্সিলরদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। আজ আলোচনা করে সমস্যা মিটল। জেলা সভাপতির হস্তক্ষেপে সব সমস্যা মিটে গিয়েছে।”
কিছুদিন আগেই মেখলিগঞ্জে পুরপ্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে এদিন তৃণমূলের জেলা সভাপতি বলেন, মেখলিগঞ্জ পুরসভা নিয়ে যা বলার বিধায়ক পরেশ অধিকারী বলবেন। আপাতত তুফানগঞ্জে কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানান তিনি।

