নাটাবাড়ি: আবাস নিয়ে ফের দড়ি টানাটানি। আবাস যোজনার ঘরের তালিকায় পছন্দের নাম না থাকায় গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারিকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের নাটাবাড়ী -১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই পঞ্চায়েতেরই সেক্রেটারি অরুণ কুমার চক্রবর্তীকে মারের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে স্থানীয় অঞ্চল সভাপতি প্রদীপ দাসের বিরুদ্ধে।
পঞ্চায়েত সেক্রেটারির অভিযোগ, অঞ্চল সভাপতি দলবল নিয়ে এসে চড়াও হয়েছিলেন পঞ্চায়েত দফতরে। সেখানেই তাঁকে বেধড়ক পেটানো হয়। ইতিমধ্যেই এ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে তুফানগঞ্জ থানায়। গোটা ঘটনা অভিযোগ আকারে থানায় জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলি মণ্ডল অধিকারী।
ঘটনা নিয়ে চাপানউতোর শুরু হতেই সুর চড়িয়েছে বিজেপি। এলাকার বিজেপি নেতা বিরাজ বোস বিস্ময়ের সঙ্গে বলেন, “এখানে কী চলছে! জোর করে যা খুশি তাই করতে চাইছে। নাটাবাড়িতে ওরা আগাগোড়াই সাফ। এবার আরও বেশি করে সাফ হবে।” থেমে থাকেনি তৃণমূলও। তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলছেন, নাটাবাড়ী -১ নং গ্রাম পঞ্চায়েত তো বিজেপির দখলে রয়েছে। মারধর করার অভিযোগ মিথ্যা। কিছু দাবি-দাওয়ার ভিত্তিতে ওখানে ডেপুটেশন দিতে গিয়েছিল এলাকার বাসিন্দারা। প্রধান অফিসে থাকেন না। এলাকার লোকজনদের প্রয়োজনে পঞ্চায়েতে গেলেও ফিরে আসতে হয়। পঞ্চায়েতের আধিকারিকরা উল্টোপাল্টা কথা বলে।