Cooch Behar: থানাতে ওসির জন্মদিন উদযাপন, আয়োজনে তৃণমূল কংগ্রেস

TMC leaders celebrate OC's birthday: বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তী বলেন, "আমরা অনেকদিন থেকেই বলে আসছি, তৃণমূল কংগ্রেস আর পুলিশ প্রশাসন মিলেমিশে একাকার। আজকে সারা রাজ্যে যা দেখা যাচ্ছে, তার থেকে কোচবিহার ব্যতিক্রম নয়। পুলিশ দিয়েই রাজ্যটা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। আর পুলিশই তৃণমূল কংগ্রেসের ক্যাডারের ভূমিকা পালন করছে। বারংবার সেটা প্রমাণিত। শীতলকুচির ঘটনাতেও সেটা আমরা দেখলাম।"

Cooch Behar: থানাতে ওসির জন্মদিন উদযাপন, আয়োজনে তৃণমূল কংগ্রেস
থানাতেই ওসির জন্মদিন পালন করছেন তৃণমূল নেতারাImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 24, 2025 | 4:57 PM

কোচবিহার: প্রথমে ফুল দিয়ে অভিনন্দন। তারপর কেক খাওয়ানো হল। সবটাই হল থানার মধ্যে। জন্মদিন পালন হল ওসির। কিন্তু, থানায় ওসির জন্মদিন পালন করলেন কারা? স্থানীয় তৃণমূল নেতারা। আর সেই জন্মদিন পালনের ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। থানার মধ্যে তৃণমূল নেতাদের ওসির জন্মদিন পালন নিয়ে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে। ঘটনাটি কোচবিহারের শীতলকুচির।

অভিযোগ, রবিবার শীতলকুচি থানায় ওসির জন্মদিন পালন হয়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওসির চেম্বারে কেট কেটে জন্মদিন উদযাপন করছেন তৃণমূল নেতারা। ওসির জন্মদিন পালন উপলক্ষে থানায় ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতিও। তৃণমূল নেতারা ওসির হাতে ফুলের তোড়া তুলে দেন। তারপর কেক কেটে ওসিকে খাওয়ান। তৃণমূল নেতাদের জড়িয়ে ধরেন ওসি। ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিরোধীরা বিভিন্ন সময় অভিযোগ করে, থানার আধিকারিকরা তৃণমূলের অঞ্চল সভাপতির মতো কাজ করেন। বিভিন্ন সময় তৃণমূলের অনুষ্ঠানে মঞ্চে পুলিশ অফিসারদের দেখতে পাওয়া নিয়েও প্রশ্ন তোলে বিরোধীরা। থানায় তৃণমূলের নেতাদের ওসির জন্মদিন পালন নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তী বলেন, “আমরা অনেকদিন থেকেই বলে আসছি, তৃণমূল কংগ্রেস আর পুলিশ প্রশাসন মিলেমিশে একাকার। আজকে সারা রাজ্যে যা দেখা যাচ্ছে, তার থেকে কোচবিহার ব্যতিক্রম নয়। পুলিশ দিয়েই রাজ্যটা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। আর পুলিশই তৃণমূল কংগ্রেসের ক্যাডারের ভূমিকা পালন করছে। বারংবার সেটা প্রমাণিত। শীতলকুচির ঘটনাতেও সেটা আমরা দেখলাম। এগুলো সুস্থ সমাজে, গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। তৃণমূল প্রশাসনকে যে পরিস্থিতিতে নিয়ে গিয়েছে, ছাব্বিশে বাংলার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করে সেটা দেখিয়ে দেবে।”

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর জেলা পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, বিষয়টি তারা খোঁজ নিয়ে দেখবেন। এই নিয়ে তৃণমূলের এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।