Murder: ৭ দিন নিখোঁজ, বাঁশঝাড় থেকে উদ্ধার ব্যবসায়ীর পচাগলা দেহ! ‘খুনের’ অভিযোগ TMC-র বুথ সভাপতির বিরুদ্ধে
Murder: রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই ব্যবসায়ীকে একটি জমি বিক্রি থেকে বাধা দিচ্ছিলেন তৃণমূলের বুথ সভাপতি। তা নিয়ে দু’জনের মধ্যে বিবাদ ছিল। ঝামেলা মেটাতে ব্যবসায়ীর থেকে এক লক্ষ টাকা দাবিও করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকার রাজনৈতিক মহলে।

তুফানগঞ্জ: ব্যবসায়ীর পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খুনের অভিযোগ তুলছে পরিবার। অভিযোগের তীর তৃণমূলের বুথ সভাপতির দিকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর কোচবিহারের তুফানগঞ্জে। জমি সংক্রান্ত বিবাদের জেরেই পরিকল্পনা করে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ মৃতা নীলা সিংহ রায় নামে (৬৫) ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যদের।
পরিবার সূত্রে খবর, সাতদিন থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই ব্যবসায়ীর। মঙ্গলবার সন্ধ্যায় বক্সিরহাট থানার অন্তর্গত রামপুর – ২ গ্রাম পঞ্চায়েতের রামপুর বাজার লাগোয়া বাড়ি থেকে চারশো মিটার দূরে বাঁশঝাড় থেকে উদ্ধার হয় তাঁর পচাগলা দেহ। শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে দেহ উদ্ধার করে আনে বক্সিরহাট থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই ব্যবসায়ীকে একটি জমি বিক্রি থেকে বাধা দিচ্ছিলেন তৃণমূলের বুথ সভাপতি। তা নিয়ে দু’জনের মধ্যে বিবাদ ছিল। ঝামেলা মেটাতে ব্যবসায়ীর থেকে এক লক্ষ টাকা দাবিও করা হয় বলে অভিযোগ। স্থানীয় প্রশাসনকে জানিয়ও কোনও লাভ হয়নি বলে দাবি পরিবারের সদস্যদের। যে টাকা চাওয়া হয়েছিল তা না দেওয়াতেই পরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীকে খুনের অভিযোগ তুলেছেন মৃতের জামাই উৎপল দেবদাস। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের বুথ সভাপতি গোপাল দে। তিনি জানান , তাঁর রাজনৈতিক ব্যক্তিত্বকে কালিমালিপ্ত করার জন্যই এ সব মিথ্যা কথা বলা হচ্ছে। তাঁর স্পষ্ট কথা, তদন্ত হোক, তাহলেই সত্যি বেরিয়ে আসবে।





