TMC: বাড়ি থেকে বেরোতেই টার্গেট, দিনহাটায় খুন তৃণমূল নেতা

Dinhata Gun Shot: রাত ন'টা নাগাদ তিনি নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন দোকানে যাবেন বলে। রাস্তায় বেরোতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন রাস্তায় থাকা বেশ কয়েকজন। বাড়ির লোককে খবর দেওয়া হয়। ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মিঠুন। 

TMC: বাড়ি থেকে বেরোতেই টার্গেট, দিনহাটায় খুন তৃণমূল নেতা
দিনহাটায় আক্রান্ত তৃণমূল নেতাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 23, 2025 | 11:07 PM

কোচবিহার: রাতে নিজের বাড়ি থেকে বেরোনোর মুখেই রাস্তায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা কোচবিহারের দিনহাটায়। আক্রান্ত প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা দিনহাটা ভিলেজ ওয়ান এলাকার তৃণমূল নেতা মিঠুন রাজভর। তাঁর মুখে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ন’টা নাগাদ তিনি নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন দোকানে যাবেন বলে। রাস্তায় বেরোতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন রাস্তায় থাকা বেশ কয়েকজন। বাড়ির লোককে খবর দেওয়া হয়। ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মিঠুন।  তাঁকে আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার জেরে অবস্থা সঙ্কটজনক হয়।

তবে কি কারনে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে বাড়ির সামনে গুলি করা হল, সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এই নিয়ে এখনও রাজনৈতিক নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, রাজগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতার।
নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যানের ধাক্কাতেই এই দুই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মৃত্যু হয় মলিন রায় নামে এক তৃণমূল নেতার।