কোচবিহার: হাঁটু ভাঙার নিদানের পর এবার উদয়ন গুহর বাড়ির সামনে হুমকি পোস্টার। রাজবংশী ভাষায় বিধায়কের মাথা ফাটানোর হুমকি। সিসিটিভি এড়িয়ে কীভাবে পড়ল পোস্টার? রাজবংশী ভাষায় কারাই বা দিল পোস্টার? তদন্তে দিনহাটা থানার পুলিশ। মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিয়ে দুটি পোস্টার পড়ে উদয়ন গুহর বাড়ির সামনে। বেনামি পোস্টার ঘিরে চাঞ্চল্য দিনহাটায়।
পৃথক রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু ভেঙে দেওয়ার নিদান দেওয়ার পর, উদয়ন গুহর বাড়িতে এই ধরনের পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, তুফানগঞ্জের একদলীয় বৈঠকে উদয়ন গুহ মন্তব্য করেন, পৃথক রাজ্যের দাবিতে মিছিল বের করলে হাঁটু ভেঙে দেওয়া হবে। তারপরেই দিনহাটার এই তৃণমূল বিধায়ক বিতর্কে জড়ান। রাজ্যের বিরোধী দল বিজেপি ও বিভিন্ন রাজবংশী সংগঠন প্রতিবাদে সোচ্চার হয়। জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হতে থাকে। এরই মধ্যে এই বেনামি পোস্টার আগুনে ঘৃতাহুতির কাজ করল, বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
পৌর নির্বাচনের আগের দিন শনিবার উদয়ন গুহর বাড়ির ঢোকার গলির সামনে এই পোস্টার পড়ে থাকতে দেখা যায়। এদিন সকালে উদয়ন কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাড়ির বাইরে যান।পরে ফিরে এসে দেখেন তাঁর বাড়ির সামনের নিকাশি নালার ওপর পড়ে রয়েছে আলতা দিয়ে লেখা একটি বেনামি পোস্টার। যাতে রাজবংশী ভাষায় লেখা রয়েছে, “হামার রাজ্যোত থাকিয়া হামার মানষী গুলোর গোর ভাঙ্গি দিবার চান , আজি থাকি এক মাসের মধ্যেত উদয়ন গুহ তোমারলার মাথা গুড়ি দিম।”
উদয়ন গুহ বলেন, “দেখলাম আমার বাড়ির সামনে কয়েকটা কাগজ পড়ে রয়েছে। সেটি লাল কালিতে লেখা। সিকিউরিটিকে বললাম তুলে দেখ কী লেখা রয়েছে। তারপর দেখলাম হুমকি দিয়েছে।” উদয়ন গুহের বাড়িতে সিসিটিভি থাকা সত্বেও তা এড়িয়ে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়েই ছড়িয়েছে চাঞ্চল্য। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
আরও পড়ুন: R G Kar Hospital: আরজি করের ট্রমা কেয়ারকে ‘সাবলম্বী’ করার উদ্যোগ