TMC-BJP Clash: ভোটের দামামা বাজতেই তৃণমূল-বিজেপির তুমুল সংঘর্ষ মাথাভাঙায়, আহত ৬
TMC-BJP Clash in Cooch Behar: তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজনই প্রথম তাদের উপর হামলা করে। যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপি দাবি করছে ঘাসফুল শিবিরের লোকজনই তাঁদের পথসভায় প্রথমে হামলা করে। একইসঙ্গে পদ্ম নেতাদের দাবি, পুরোটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের।

মাথাভাঙা: ভোটের আর মেরেকেটে কয়েক মাস বাকি। তার আগেই নতুন করে তপ্ত কোচবিহারের রাজনৈতিক মহল। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙা। শুক্রবার মাথাভাঙা-১ ব্লকের বৈরাগিরহাট গ্রাম পঞ্চায়েতের দুয়াই সুয়াই এলাকায় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে খবর। এলাকায় বিজেপির তরফ থেকে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। অন্যদিকে তৃণমূলের তরফ থেকেও একটি মিছিলের আয়োজন করা হয়। এরইমধ্যে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হন বলে জানা যায়। সকলের তৃণমূলের সমর্থক। যদিও পদ্ম শিবিরের কেউ আহত হয়েছেন কিনা তা আপাতভাবে জানা যায়নি। স্থানীয় বাসিন্দারাই আহতদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজনই প্রথম তাদের উপর হামলা করে। যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপি দাবি করছে ঘাসফুল শিবিরের লোকজনই তাঁদের পথসভায় প্রথমে হামলা করে। একইসঙ্গে পদ্ম নেতাদের দাবি, যদি কেউ আহত হয়ে থাকে তবে তা পুরোটাই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষেরই জের।
তবে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূলের মাথাভাঙা-১ (এ) ব্লক সভাপতি মহেন্দ্র নাথ বর্মন। তিনি বলছেন, “আমাদের একটি মিছিল ছিল। বিজেপির একটা পথসভা ছিল। সেখান থেকেই বিজেপির লোকজন আমাদের মিছিলে হামলা করে। আমাদের ৬ জন গুরুতরভাবে জখম হয়েছে। ভোট এসেছে তাই এখন ভয় পেয়ে বিজেপি হামলা চালিয়েছে। আমরা এর জবাব সাংগঠনিকভাবেই দেব।”
চুপ করে নেই বিজেপিও। বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ঘোষ বলছেন, “তৃণমূলই আমাদের পথসভায় হামলা করেছে। আমরা মারামারিতে বিশ্বাসী নই। তৃণমূলের কেউ যদি জখম হয়ে থাকে তাহলে ওটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হয়েছে। মানুষ আসলে তৃণমূলের নোংরা রাজনীতি বুঝে গিয়েছে সে কারণেই এখন পরিবর্তন চাইছে।”
