
কোচবিহার: ছেলের মৃত্যুতে CBI তদন্ত দাবি করার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের আগের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন কোচবিহারের ডাউয়াগুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চাপানউতোর। এখন তিনি বলছেন, তাঁর মানসিক অবস্থা ঠিক ছিল না তাই তিনি CBI তদন্তের কথা বলেছিলেন। এবার তাঁর দাবি CID তদন্ত করুক তার ছেলের খুনিদের ধরতে।
শনিবার প্রকাশ্য দিবালোকেই পরপর গুলি করা হয়েছিল কুন্তলা রায়ের ছেলে অমর রায়কে। কিন্তু ঘটনার পর তিনদিন কেটে গেলেও এখনও কাউকে ধরতে পারেনি পুলিশ। সে কারণেই পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলে কুন্তলা দেবী স্পষ্ট বলেছিলেন, “পুলিশ চাইলে সবই করতে পারে। কিন্তু কেন করতে চাইছে না বুঝতে পারছি না। এতদিন তো পুলিশের উপর ভরসা রাখছিলাম। আর রাখতে পারছি না। তাই আমাদের সিবিআই দরকার।”
এরইমধ্যে এদিন জেলার পুলিশ সুপারের দফতরে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করেন কুন্তলা দেবী। তারপরই সেখান থেকে বেরিয়ে বলেন, “রাজ্য পুলিশের উপর আমার ভরসা আছে। আমি সিআইডি তদন্ত চাই। কিন্তু কেন সিবিআই তদন্তের কথা বলেছিলেন সেই প্রসঙ্গ উঠতেই বলেন, তখন আমার মানসিক অবস্থা ভাল ছিল না। আমার উপর দলের কোনও চাপ নেই। আমি তো দলের লোক।”