ভোটের মুখে অস্ত্র-বোমা উদ্ধার, পিছনে কোন চক্র সক্রিয়? নজর রাখছে পুলিশ

Mar 05, 2021 | 12:58 PM

ভোটের (West Bengal Assembly election 2021) মুখে অস্ত্র উদ্ধার (Arms Recover) কোচবিহারে (Cooch Behar)।

ভোটের মুখে অস্ত্র-বোমা উদ্ধার, পিছনে কোন চক্র সক্রিয়? নজর রাখছে পুলিশ
ফাইল ছবি

Follow Us

কোচবিহার: একুশের ভোটের (West Bengal Assembly election 2021) ঢাকে কাঠি পড়েছে। তার মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র উদ্ধারের (Arms Recover) খবর আসছে। শুক্রবার কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিস। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে।

গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ শীতলকুচি ও মাথাভাঙাতে তল্লাশি চালায়। সেখানে দুই যুবকের কাছ থেকে তিনটি বন্দুক ও ১৯টি গুলি উদ্ধার করেন তদন্তকারীরা। উদ্ধার হয় তাজা বোমাও।

বিপিন বর্মন ও মহবুল আলি খন্দকার নামে ওই দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মাথাভাঙ্গা পুলিশের স্পেশাল ড্রাইভের মাধ্যমে এই অভিযান চলে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে । ভোটের মুখে এ ধরনের অভিযান আরও চলবে বলে জানিয়েছেন অ্যাডিশনাল এসপি সিদ্ধার্থ দর্জি।

আরও পড়ুন: ‘নন্দীগ্রামে যিনিই প্রার্থী হন, জিতব আমরাই’, মমতা বনাম শুভেন্দু দ্বৈরথে আসরে এবার আব্বাসও

ভোটের নির্ঘণ্ট জারি হয়ে গিয়েছে। এই আবহে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র ও তাজা বোমা উদ্ধারের খবর মিলছে। ভোটের আগে ভিন রাজ্য থেকে অস্ত্র মজুত হচ্ছে কিনা, আর সেক্ষেত্রে কোন চক্র কাজ করছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Next Article