West Bengal Assembly Election 2021 Phase 4: রাস্তায় দীর্ঘক্ষণ পড়ে রক্তাক্ত যুবক, ধারালো অস্ত্র কোপ একাধিককে! শীতলকুচির লাগাতর হিংসায় রিপোর্ট তলব কমিশনের

Apr 10, 2021 | 9:12 AM

ভোট চতুর্থীর (West Bengal Assembly Election 2021) সকাল থেকেই গোটা বাংলার লাইমলাইটে কোচবিহারের শীতলকুচি গ্রাম। শীতলকুচির (Sitalkuchi) ঘটনায় আপাতত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

West Bengal Assembly Election 2021 Phase 4: রাস্তায় দীর্ঘক্ষণ পড়ে রক্তাক্ত যুবক, ধারালো অস্ত্র কোপ একাধিককে! শীতলকুচির লাগাতর হিংসায় রিপোর্ট তলব কমিশনের
চতুর্থ দফার নির্বাচনের দিন শীতলকুচি

Follow Us

কোচবিহার: শুধু গুলিই নয়, ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপান হয় একাধিক ব্যক্তিকেও।  ভোট চতুর্থীর (West Bengal Assembly Election 2021) সকাল থেকেই গোটা বাংলার লাইমলাইটে কোচবিহারের শীতলকুচি গ্রাম। শীতলকুচির (Sitalkuchi) ঘটনায় আপাতত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন (Election Commission)।

কমিশনের প্রাথমিক রিপোর্ট গুলি চালনার কথা উল্লেখ রয়েছে। শীতলকুচির ১৭২ নম্বর বুথে এক ব্যক্তির পেটে গুলি লেগেছে বলে উল্লেখ রয়েছে কমিশনের রিপোর্টে। সকাল থেকে উত্তপ্ত শীতলকুচি, নাটাবাড়ি এলাকা। রাতভর তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সকালে ভোট শুরু হতে না হতেই উত্তেজনা।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 4: গুলিবিদ্ধ বিজেপি কর্মী, লাঠি হাতে বাহিনী পুলিশের মোকাবিলা গ্রামের মহিলাদের! ভোট চতুর্থীতে রণক্ষেত্র শীতলকুচি

শীতলকুচির পাগলাপীড় এলাকায় সংঘর্ষ। রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে রইলেন এক যুবক। তৃণমূল ও বিজেপি দু’পক্ষেরই দাবি, আহত যুবক তাঁদের দলের কর্মী। যদিও তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অগ্নিগর্ভ পাঠানপুলি এলাকা। সকালে শীতলকুচির পাঠানকুলি এলাকায় গুলিবিদ্ধ হন এক বিজেপি কর্মী। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মীরা। আহত হন আরও বেশ কয়েকজন। গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেপরোয়া লাঠিচার্জ পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি গ্রামবাসীদের। কেন্দ্রীয় বাহিনীর মুখোমুখি লাঠি উঁচিয়ে প্রতিবাদ গ্রামের মহিলাদেরও।

ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন

শীতলকুচি বিধানসভা কেন্দ্রের মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের ১২৬ নং বুথে ভোট দিতে বাধা দেওয়ায় পথে বসে বিক্ষোভ দেখান ভোটারা। ভয় দেখিয়ে তাঁদের মাঝরাস্তা দিয়েই ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

Next Article