Covid-19 vaccine Center in West Bengal: দেখে নিন জেলার কোন কোন হাসপাতালে চলছে নয়া টিকাকরণ পর্ব

সৈকত দাস |

Mar 03, 2021 | 2:35 PM

জেলায় জেলায় সরকারি ও বেসরকারি হাসপাতালে চলছে গণটিকাকরণ, দেখে নিন কোন জেলার কোন হাসপাতালে মিলছে টিকা (Covid Vaccine) নেওয়ার সুবিধা

Covid-19 vaccine Center in West Bengal: দেখে নিন জেলার কোন কোন হাসপাতালে চলছে নয়া টিকাকরণ পর্ব
ফাইল ছবি

Follow Us

পশ্চিমবঙ্গ: সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনাভাইরাস টিকাকরণের নয়া পর্ব। এই পর্বে ষাটোর্ধ্ব এবং কো-মর্বিডিটিতে আক্রান্ত (২০টি ক্রনিক রোগ) ৪৫-৫৯ বছরের মানুষদের টিকা প্রদান করা হবে। সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতাল থেকেও মিলবে টিকা। সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। তবে বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে টিকার দাম দিতে হবে। রাজ্যের ২৮ টি জেলাতে কোভিড ভ্যাকসিন সেন্টার তৈরি হয়েছে। দেখে নিন জেলাওয়াড়ি সরকারি ও বেসরকারি কোভিড ভ্যাকসিনেশন সেন্টারের তালিকা।

আলিপুরদুয়ার: আলিপুর জেলা হাসপাতাল, বীরপাড়া হাসপাতাল, ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি হয়েছে কোভিড ভ্যাকসিনেশন সেন্টার (Covid Vaccination Centre)।

কোচবিহার: এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল, দিনহাটা মহকুমা হাসপাতাল, মাথাভাঙা মহকুমা হাসপাতাল, মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল এবং তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল।

জলপাইগুড়ি: উত্তরবঙ্গের এই জেলায় জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল, মালবাজার মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল

দার্জিলিঙ: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, দার্জিলিঙ জেলা হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল, কার্শিয়াঙ মহকুমা হাসপাতাল।

উত্তর দিনাজপুর: রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল, ইসলামপুর এসডিএইচ ও সুপার স্পেশালিটি হাসপাতাল।

মালদহ: মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল ও জেলা হাসপাতাল, চাঁচোল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল।

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডোমকল মহকুমা, কান্দি, লালবাগ মহকুমা হাসপাতাল, জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও স্টেট জেনারেল হাসপাতাল, সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল, বহরমপুর পুলিশ হাসপাতাল।

নদিয়া: কলেজ অফ মেডিসিন অ্যান্ড কায়ানি জেএমএম এমসিএইচ, নদিয়া জেলা হাসপাতাল, রানাঘাট মহকুমা হাসপাতাল, তেহট্ট মহকুমা হাসপাতাল, চাকদহ মহকুমা হাসপাতাল, নবদ্বীপ মহকুমা হাসপাতাল, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল।

উত্তর ২৪ পরগনা: সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল, বারাসাত জেলা হাসপাতাল, বারাকপুর এসডিএইচ, বনগাঁ মহকুমা হাসপাতাল, সল্টলেক এসডিএইচ, অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল, বলরাম এসজিএইচ, বরানগর স্টেট জেনারেল হাসপাতাল, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল, পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল, দমদম আইএলএস, জিএনআরসি কদমগাছি। বসিরহাট জেলা হাসাপাতাল, বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল।

দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল, ক্যানিং মহকুমা হাসপাতাল, ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল, কাকদ্বীপ মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল।

কালিম্পং: কালিম্পং জেলা হাসপাতাল।

কলকাতা: কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, আইপিজিএমইআর মেডিকেল কলেজ ও হাসপাতাল, আইডিবিজি হাসপাতাল, বিসি রায় হাসপাতাল, এসটিএম কলকাতা, চিত্তরঞ্জন সেবা সদন, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, লেডি ডাফেরিন হাসপাতাল, এম আর বাঙ্গুর, বিদ্যাসাগর এসজিএইচ, গার্ডেনরিচ এসজিএইচ, ইএসআই হাসপাতাল, আমরি মুকুন্দপুর, আমরি ঢাকুরিয়া, অ্যাপেলো, বেলভিউ, মেডিকা সুপার স্পেশালিটি, রুবি জেনারেল হাসপাতাল, উডল্যান্ডস মাল্টিস্পেশালিটিজ, ফর্টিস, জিডি হাসপাতাল, শ্রী অরবিন্দ সেবা কেন্দ্র।

হাওড়া: হাওড়া জেলা হাসপাতাল, উলুবেড়িয়ে মহকুমা ও এসএসএইচ, বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল, ফোর্ট গ্লোস্টার স্টেট জেনারেল হাসপাতাল, দক্ষিণ হাওড়া হাসপাতাল, তুলসিরাম লক্ষ্মীদেবী জসওয়াল হাসপাতাল, উদয়নারায়পুর এসজিইচ, সঞ্জীবন হাসপাতাল, নারায়ণ মাল্টি স্পেশালিটি হাসপাতাল।

আরও পড়ুন: স্বামী বাইরে থাকেন, অন্য যুবকের সঙ্গে ‘লিভ ইন’ করেছিলেন স্ত্রী! ভিডিয়ো করে ফেসবুকে ছড়ালেন বৌদি

হুগলি: ইমামবাড়া জেলা হাসপাতাল, আরামবাগ মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল। শ্রীরামপুর মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল, উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল।

পূর্ব বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বর্ধমান জেলা হাসপাতাল, কালনা মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল, কাটোয়া মহকুমা হাসপাতাল।

বীরভূম: সিউড়ি জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি, বোলপুর মহকুমা জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল, রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল

বাঁকুড়া: বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল, খাতড়া মহকুমা হাসপাতাল, বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল। এছাড়া বিষ্ণুপুর জেলা ও মহকুমা হাসপাতাল।

পুরুলিয়া: ডিএম সর্দার মেডিকেল কলেজ ও হাসপাতাল, রঘুনাথপুর মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল।

পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, মেদিনীপুর জেলা হাসপাতাল, ঘাটাল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল, খড়গপুর মহকুমা হাসপাতাল, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল, শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল।

পূর্ব মেদিনীপুর: তমলুক জেলা হাসপাতাল, এগরা মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল, হলদিয়া মহকুমা হাসপাতাল, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, নন্দীগ্রাম মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল, দীঘা স্টেট জেনারেল হাসুপাতাল, কাঁথি মহকুমা হাসপাতাল

আরও পড়ুন: ‘ভোট না দিলে দেখে নেব’, নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে হুমকি তৃণমূল বিধায়কের

পশ্চিম বর্ধমান: আসানসোল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল, দুর্গাপুর মহকুমা হাসপাতাল।

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল, গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল।

Next Article