এক দিনে সাড়ে তিন লক্ষ! দৈনিক টিকাকরণে রেকর্ড গড়ল রাজ্য, তবুও বাড়ছে উদ্বেগ
উদ্বেগ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারই মধ্যে দৈনিক টিকাকরণের (Corona Vaccination) ভিত্তিতে ফের রেকর্ড গড়ল রাজ্য (West Bengal)।
কলকাতা: উদ্বেগ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারই মধ্যে দৈনিক টিকাকরণের (Corona Vaccination) ভিত্তিতে ফের রেকর্ড গড়ল রাজ্য (West Bengal)। এক দিনে প্রথম রাজ্যে ৩ লক্ষেরও বেশি টিকা দেওয়া হল। এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ১৯ মার্চ সারা দিনে রাজ্যের মোট ৩ লক্ষ ৫৩ হাজার ৭২৮ বাসিন্দা টিকা নিয়েছেন।
গত কয়েকদিন করোনা সংক্রমণের উর্ধ্বমুখী গ্রাফচিত্র ফের স্বাস্থ্য অধিকর্তাদের কপালের চিন্তা ভাঁজ ফেলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক টিকাকরণের প্রবণতাও।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫১০টি টিকাকরণ কেন্দ্রের মাধ্যমে সাড়ে ৩ লক্ষেরও বেশি টিকা নিয়েছেন।সূত্রের খবর, ১৬ জানুয়ারি দেশে প্রথম টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল। টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পর গত ৬ মার্চ এক লক্ষের গণ্ডি পেরিয়েছিল রাজ্য। ১৭ মার্চ গণ্ডি পেরোয় ২ লক্ষ।
আরও পড়ুন: দুয়ারে সুশান্ত, মানুষের সঙ্গে পাত পেড়ে খাওয়া থেকে জনসংযোগ, প্রচারে ঝড় তুলছেন বাম নেতা
তবে এসবের মধ্যেও নতুন করে আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ বেড়েছে। বারবার হাত ধোঁয়া, মাস্ক পরা, স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৩ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে।