AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অর্জুনের হাত ধরে দাপুটে বাম নেতা জাকির বুল্লুক-সহ ১০০ জন বিজেপিতে

সিপিআইএমের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। বিজেপিতে আসার জন্য তৃণমূলকেই দায়ী করলেন জাকির বুল্লুক।

অর্জুনের হাত ধরে দাপুটে বাম নেতা জাকির বুল্লুক-সহ ১০০ জন বিজেপিতে
| Updated on: Feb 17, 2021 | 7:21 PM
Share

আমডাঙা: এক দিকে যখন কলকাতায় বিজেপির সদর দফতরে তারকা সমাহার, অন্যদিকে তখন জেলাতেও শক্ত হল বিজেপির হাত। অর্জুন সিং-এর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অন্তত ১০০ জন। এর মধ্যে রয়েছেন সিপিআইএম-এর দাপুটে নেতা জাকির বুল্লুক।

শাসক দল যখন মাটি ছাড়তে রাজি নয়, তখন গেরুয়া শিবিরও সব জেলাতেই ঘুঁটি সাজাতে শুরু করেছে। বুধবার কলকাতায় কৈলাশ বিজয়বর্গীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন যশ দাস গুপ্ত-সহ এক ঝাঁক টেলি তারকা। অন্যদিকে অর্জুন সিং এর হাত ধরলেন জাকির বুল্লুক-সহ অনেকে। এই যোগদান বারাকপুরে আরও কিছুটা শক্তি বাড়াল বিজেপির।

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন যশ, সৌমিলি, পাপিয়া

আমডাঙার সাধনপুর পঞ্চায়েত এলাকার গজ বন্দ এলাকায় বিজেপির যোগদান অনুষ্ঠানে অর্জুন সিং-এর হাত থেকে বিজেপি র দলীয় পতাকা তুলে নিলেন সিপিআইএম এর লড়াকু নেতা জাকির।

২০১৮-তে পঞ্চায়েত নির্বাচনে তাড়াবেরিয়া পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতিতে সিপিআইএম-এর টিকিটে নির্বাচিত হন জাকির বুল্লুক। আমডাঙা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাও ছিলেন তিনি। তবে আমডাঙা হিংসার ঘটনায় অন্যতম অভিযুক্তও তিনি। ওই মামলায় জেল খাটতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন: অনিশ্চিত রাহুল, ব্রিগেডে বুদ্ধ?

ওই বছরেই তাড়াবেরিয়া পঞ্চায়েত বোর্ড গঠনের ঠিক আগের দিন ২৮ অগস্ট সন্ধেয় রণক্ষেত্র হয়ে ওঠে আমডাঙা এলাকা। শাসক-বিরোধী সংঘর্ষে প্রাণ হারান দুই তৃণমূল কর্মী ও এক সিপিএম কর্মী। সেই সময়েই জাকির বুল্লুকের নাম সামনে আসে। ঘটনার পর নিখোঁজ ছিলেন তিনি। রাজস্থানে আজমের শরিফে আত্মগোপন করেছিলেন তিনি। ১৮ দিনের মাথায় গ্রেফতার করা হয় জাকির বুল্লুককে। এ দিন, বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলছে। বিজেপির হাত ধরে সন্ত্রাসমুক্ত হবে বাংলা।” তিনি জানিয়েছেন, সিপিআইএম-এর উপর তাঁর কোনও ক্ষোভ নেই। শাসক দলের জন্যই তাঁকে বিজেপিতে যোগ দিতে হল বলে জানিয়েছেন তিনি। তাঁর মুখেও এ দিন শোনা গিয়েছে ‘খেলা হবে’ স্লোগান।

জাকির বুল্লুককে কেন বিজেপিতে আনা হল সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অর্জুন সিং বলেন, “জাকির দাকে মানুষ ভালোবাসে। তিনি এলে সংগঠনের শ্রীবৃদ্ধি হবে।”

সিপিআইএম-এর উত্তর ২৪ পরগণার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ খান এই যোগদান প্রসঙ্গে বলেন, “আমডাঙার ঘটনার পর তৃণমূল জাকির বুল্লুকের বিরুদ্ধে অনেক মামলা করেছে। সে সব মামলা থেকে অব্যহতি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই জাকিরকে দলে টেনেছে বিজেপি।”