দৈনিক আক্রান্ত হাজারের নীচে নামল সব জেলায়, কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরিস্থিতির উন্নতি

বৃহস্পতিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭৪ জন। মৃত্যু হয়েছে ৮৭ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ৫ হাজার ১৭০ জন। সুস্থতার হার ৯৭.৮৩ শতাংশ।

দৈনিক আক্রান্ত হাজারের নীচে নামল সব জেলায়, কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরিস্থিতির উন্নতি
অলঙ্করণ: অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Jun 11, 2021 | 12:25 AM

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। টানা ৩৪ দিন পর মঙ্গল ও বুধবার পরপর দুই দিন দৈনিক মৃত্যুর সংখ্যা নেমেছে ১০০-র নীচে। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে হু-হু করে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। যদিও মৃত্যুর হার এখনও কিছুটা চিন্তার কারণ হয়ে রয়েছে। তবে আগামী সময় সেটাও কমে আসবে বলেই আশা করা হচ্ছে। একনজরে দেখে নিন রাজ্যের সামগ্রিক সংক্রমণের ছবিটা কেমন।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৫৮ । শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ১৭২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮ জন। বুধবার মৃত-০, বৃহস্পতিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ১৮৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৭ জন। বুধবার মৃত-২, বৃহস্পতিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪৭ জন। বুধবার মৃত-৪, বৃহস্পতিবার-৪।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত  জন ৩৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। বুধবার মৃত-০, বৃহস্পতিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫৬। বুধবার মৃত-৪, বৃহস্পতিবার-৪।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। বুধবার মৃত-২, বৃহস্পতিবার-১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। বুধবার মৃত-২, বৃহস্পতিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। বুধবার মৃত-০, বৃহস্পতিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। বুধবার মৃত-১, বৃহস্পতিবার-৩।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪২ জন । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৪ জন। বুধবার মৃত-৫, বৃহস্পতিবার-৪।

বীরভূম– গতকাল আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ৫৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। বুধবার মৃত-৪, বৃহস্পতিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। বুধবার মৃত-০, বৃহস্পতিবার-১।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৩ জন। বুধবার মৃত-০, বৃহস্পতিবার-২।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। বুধবার মৃত-০, বৃহস্পতিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৯ জন। বুধবার মৃত-৫, বৃহস্পতিবার-৪।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩৯ জন। বুধবার মৃত-২, বৃহস্পতিবার-১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৪ জন। বুধবার মৃত-১, বৃহস্পতিবার-২।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৯ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৯ জন। বুধবার মৃত-৩, বৃহস্পতিবার-৩।

হাওড়া– গতকাল আক্রান্ত ২৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪৯ জন। বুধবার মৃত-৬, বৃহস্পতিবার-১।

হুগলি– গতকাল আক্রান্ত ৩৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১৩ জন। বুধবার মৃত-৮, বৃহস্পতিবার-৩।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩২৭ জন। বুধবার মৃত-২০, বৃহস্পতিবার-২৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮৬ জন। বুধবার মৃত-৯, বৃহস্পতিবার-৬।

কলকাতা– গতকাল আক্রান্ত ৫৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫৮ জন। বুধবার মৃত-১৭, বৃহস্পতিবার-২৪।

অন্যদিকে, বৃহস্পতিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭৪ জন। মৃত্যু হয়েছে ৮৭ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ৫ হাজার ১৭০ জন। সুস্থতার হার ৯৭.৮৩ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৬৬ হাজার ২৫৭টি।