গত ২৪ ঘণ্টায় ৭ জেলায় করোনায় মৃত্যু নেই, সংক্রমণও নিম্নমুখী, দেখে নিন আপনার জেলার করোনা পরিস্থিতি…

রবিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৪ জন। মৃত্যু হয়েছে ৮৪ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ২ হাজার ৪৯৭ জন। সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৬০ হাজার ১১৩ টি।

গত ২৪ ঘণ্টায় ৭ জেলায় করোনায় মৃত্যু নেই, সংক্রমণও নিম্নমুখী, দেখে নিন আপনার জেলার করোনা পরিস্থিতি...
অলঙ্করণ: অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2021 | 10:31 PM

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে হু-হু করে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। যদিও মৃত্যুর হার এখনও কিছুটা চিন্তার কারণ হয়ে রয়েছে। তবে আগামী সময় সেটাও কমে আসবে বলেই আশা করা হচ্ছে। একনজরে দেখে নিন রাজ্যের সামগ্রিক সংক্রমণের ছবিটা কেমন।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১১৫। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। শনিবার মৃত্যু-০, রবিবার মৃত্যু-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২০১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৭ জন। শনিবার-০, রবিবার মৃত্যু- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭২ জন। শনিবার মৃত্যু-৩, রবিবার মৃত্যু- ৫।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। শনিবার মৃত্য়ু-০, রবিবার মৃত্যু-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪১ জন। শনিবার মৃত্যু-৮, রবিবার মৃত্যু- ২।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। শনিবার-০, রবিবার মৃত্যু- ২।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। শনিবার মৃত্যু-১, রবিবার মৃত্যু-২।

মালদহ– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। শনিবার মৃত্যু-০, রবিবার মৃত্যু-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। শনিবার মৃত্য়ু- ২, রবিবার মৃত্যু- ৩।

ALL-RESULT-1 (2)

অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস

নদিয়া– গতকাল আক্রান্ত ২৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৮ জন। শনিবার মৃত্যু-৪, রবিবার-৪।

বীরভূম– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪ জন। শনিবার-২ রবিবার মৃত্যু-১।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। শনিবার মৃত্যু-০, রবিবার মৃত্যু-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৯ জন। শনিবার মৃত্যু- ২, রবিবার মৃত্যু-২।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪ জন। শনিবার মৃত্যু-১, রবিবার মৃত্যু-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। শনিবার মৃত্যু- ২, রবিবার মৃত্যু- ৪।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৩ জন। শনিবার মৃত্যু- ৩, রবিবার মৃত্যু- ১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। শনিবার মৃত্যু-০, রবিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮ জন। শনিবার মৃত্যু- ২, রবিবার মৃত্যু- ১।

হাওড়া– গতকাল আক্রান্ত ২৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৫ জন। শনিবার মৃত্যু -৫, রবিবার মৃত্যু- ৯।

হুগলি– গতকাল আক্রান্ত ২৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৮ জন। শনিবার মৃত্যু- ৭, রবিবার- ৪।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৬৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২৬ জন। শনিবার মৃত্যু -১৯, রবিবার মৃত্যু-২০।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ২৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৩ জন। শনিবার মৃত্যু- ৬, রবিবার- ৯।

কলকাতা– গতকাল আক্রান্ত ৪০১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৫ জন। শনিবার মৃত্যু -১৪, রবিবার- ১৫।

অন্যদিকে, রবিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৪ জন। মৃত্যু হয়েছে ৮৪ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ২ হাজার ৪৯৭ জন। সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৬০ হাজার ১১৩ টি।