Balurghat: নদীর পাড় দিয়ে যেতে গিয়েই পড়ে নজরে, মনে হচ্ছিল ডুব সাঁতার দিচ্ছেন, জলের ভিতরেই কিনা বৃদ্ধ…
Balurghat: কীভাবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে, তা এখনও পরিস্কার নয় স্থানীয় বাসিন্দাদের কাছে। মৃতের নাম পরিচয় জানার পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

বালুরঘাট: নদীর ধার দিয়ে কাজে যাচ্ছিলেন স্থানীয় চাষিরা। তাঁদেরই কয়েকজনের নজরে পড়ে বিষয়টা। নদীতে উপুড় হয়ে ভাসছিল। কিন্তু কাছে যেতেই বুঝতে পারেন আসল বিষয়। বালুরঘাট আত্রেয়ী নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের দেহ। বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট থানার খিদিরপুর হালদারপাড়া রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের দেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এখন পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা যায়নি।
কীভাবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে, তা এখনও পরিস্কার নয় স্থানীয় বাসিন্দাদের কাছে। মৃতের নাম পরিচয় জানার পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
জানা গিয়েছে, সকালে ওই এলাকার বাসিন্দাদের নজরে আসে আত্রেয়ী নদীর জলে কিছু একটা ভাসছে। কিছুটা কাছে যেতেই নজরে আসে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের দেহ জলে পড়ে রয়েছে। এদিকে বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ভিড় করেন আত্রেয়ী নদী পাড়ে। পুলিশের পাথমিক অনুমান ওই বৃদ্ধ হয়তো জলে ডুবে মারা গেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।





