Balurghat: জমি বিবাদের জের, কোদাল-শাবল দিয়ে কুপিয়ে খুন প্রতিবেশীকে
Balurghat: মঙ্গলবার বিকেলে এমন ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার সৈয়দপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম রজ্জব আলি (৩৭)।

হরিরামপুর: নববর্ষের দুপুরে জমির আল ছাটাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ। ঘটনার জেরে নিজের জমিতেই খুন হলেন এক ব্যক্তি। প্রতিবেশীর কোদালের কোপে মৃত্যু হল তাঁর। মঙ্গলবার বিকেলে এমন ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার সৈয়দপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম রজ্জব আলি (৩৭)। প্রতিবেশী ব্যক্তি আবদুল কালামের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের লোকজন।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে রজ্জব তাঁর বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে নিজের জমিতে পাট চাষের জন্য জমির আল কাটতে গিয়েছিলেন। রজ্জবের জমির পাশেই কালামের জমি রয়েছে। রজ্জব যখন নিজের জমিতে আল কাটছিলেন, অভিযোগ সেই সময় কালামের সঙ্গে তাঁর বচসা বাধে। এরপর হঠাৎ কালাম হাতের কাছে থাকা কোদাল দিয়ে প্রথমে রজ্জবের মাথায় কোপ মারে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন রজ্জব। তারপর কালাম কোদাল ও শাবল দিয়ে রজ্জবের মাথা ও মুখে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে বলে অভিযোগ। এই ঘটনা দেখতে পান স্থানীয়রা। তাঁদের চিৎকারে গ্রামের অন্য বাসিন্দারা। প্রতিবেশীদের জড়ো হতে দেখেই পালিয়ে যান অভিযুক্ত।
এরপর আশঙ্কাজনক অবস্থায় রজ্জবকে উদ্ধার করে স্থানীয়রা ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ইটাহারের পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠায়। ছেলের মৃত্যুর কথা জানতে পেরে হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়েন রজ্জবের মা ও তাঁর পরিজনরা। পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্তের অবিলম্বে গ্রেফতারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিজন।





